• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।


কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় এবারও সেরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২০ পঠিত
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় এবারের এস,এস,সি পরীক্ষার্থীর ফলাফলে পরীক্ষার্থীর সংখ্যানুপাত, পাশের হার এবং জি.পি.এ-৫ এর দিক বিবেচনায় পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় সেরা অবস্থানে রয়েছে। এ স্কুলে তিনটি বিভাগ থেকে মোট ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ১৭৭ জন উত্তীর্ন হয়েছে। এতে পাশের হার শতকরা ৯৮.৩৩। এ স্কুল থেকে ২৪ জন শিক্ষার্থী জি. পি.এ – ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৭, মানবিকে ৫ এবং ব্যবসায় শিক্ষা থেকে ২ জন।

অপরদিকে, চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় পাশের হারের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। এ স্কুলে তিন বিভাগ থেকে মোট ৯৬ জন পরীক্ষার্থীর পরীক্ষাশ অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ৯৫ জন। এ স্কুল থেকে জি. পি.এ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ জন এবং মানবিকে ৩ জন। এ স্কুলের পাশের হার শতকরা ৯৯।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ২৯৭৫ জন পরীক্ষার্থীর এবারের পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এদের মধ্যে মাধ্যমিকে ১৯৪০ জন, দাখিলে ৮০৪ এবং ভোকেশনালে ২৩১।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান জানান, এ বছর এ উপজেলায় এস.এস.সির ফলাফল সন্তোষজনক। তবে মোট কতজন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে এর সঠিক সংখ্যা এখনো হাতে আসেনি বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ