• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়ার ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪


শেখ ফারুক হোসেন :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম,জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।

রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নবাসী। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালতেঘাটা বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ, কে, এম,জাফরুল আলম বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মধ্য দিয়ে পরিষদ পরিচালনা করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে।
বক্তারা আরোও বলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু পালিয়ে আছেন। যার ফলে ইউনিয়নটির জনসাধারণ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য চেয়ারম্যানকে দ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন ইউনিয়নবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, ইউপি সদস্য আবু জাফর, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, ইউনিয়ন বাসীর পক্ষে মোঃ রফিকুল ইসলাম, জুলফিকার সিদ্দিক, আব্দুল মতিন, আবু তালেব, মোঃ রেজাউল ইসলাম, সুলতানুল আরিফিন, রাজু আহমেদ আজু মোল্লা, গোবিন্দ মন্ডল, মোঃ ইলিয়াস আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মিঠু ও রবিউল ইসলাম রাজা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ