• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাদ দিতে ইসিতে দাবিপত্র,,,, বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন না চাওয়ার চেষ্টা করছে,,,

নিজের গোমর ফাঁস করলেন রুনা খান,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩০ পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ছোট পর্দার এই সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। চল্লিশোর্ধ্ব এই অভিনেত্রীর রূপণ্ডলাবণ্যে এখনও মুগ্ধ তার অনুরাগীরা। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে কখনও শাড়ি পরে, আবার কখনও খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন রুনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী জানালেন এক আশ্চর্য কথা। জানালেন নিজের চুল বটি দিয়ে কেটেছিলেন। ইডেন কলেজে পড়ার সময় হলে ছিলেন, সেসময় এই কা- ঘটিয়েছিলেন বলে তিনি জানান। গত শুক্রবার ফেসবুকে অনেকগুলো ছবি পোস্ট দিয়েছেন, সেখানে দেখালেন নিজের চুল কিভাবে তিনি কেটেছেন। এক হাতে কাটা চুল ধরে রয়েছেন। মাস দুয়েক ধরে কোনো সাড়া শব্দই ছিল না রুনা খানের। বৃহস্পতিবার থেকে হঠাৎ সামাজিক মাধ্যমে সরব হতে দেখা গেল অভিনেত্রীকে। সেখানে এক শিশুকে কোলে তুলে ছবি তুলতে দেখা যায় রুনাকে। এর পরদিন নিজেকে ব্যতিক্রমী লুকে ধরা দিলেন রুনা। সেখানে স্পষ্ট ফুটে উঠল তার বয়সের ছাপ। সঙ্গে চুল ছোট করে ফেলেছেন তিনি! জানালেন, নিজের চুল নাকি নিজেই কাটেন, তাও আবার বটি দিয়ে! শিক্ষাজীবনে হল থেকে পাওয়া পুরোনো অভ্যাস বদলাতে পারলেন না। তাই তো নিজের চুল নিজে কেটে সেই হল জীবনকে স্মৃতিচারণ করলেন। ফেসবুক পোস্টে রুনা লেখেন, ‘নিজের চুল নিজের হাতে কাঁটার ব্যারাম (অভ্যাস) আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। অনেকগুলো নাটকের শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।’ কিন্তু রুনা মনে করেন, এদেশে নারীরা নিজের ইচ্ছামতো কোনো কাজই করতে পারেন না। ওই পোস্টে রুনা লেখেন, ‘এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা, নিজের যখন যা ইচ্ছে করে তা করতে পারে না, আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছে তখন কাটব। বটি দিয়ে ইচ্ছে করলে বটি দিয়ে কাটব, কাঁচি দিয়ে ইচ্ছে করলে কাঁচি দিয়ে কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচবার আনন্দ।’ রুনার এই পোস্টের ভাবার্থ এই যে, হোক কাঁচি বা বটি, যেকোনো কিছু ব্যবহার করে চুল কেটে ইচ্ছামতো বাঁচার আনন্দ পান রুনা খান। তবে অভিনেত্রী এও উল্লেখ করেন, তার এই নতুন হেয়ারস্টাইল বটি দিয়ে কাটা নয়, বরং কাঁচি দিয়েই কাটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ