• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র মাসিক সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক মুহাম্মদ রাজ পেলেন ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড- ২০২৫ সম্মাননা/দৈনিক ক্রাইম বাংলা।। লালমোহনে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। লালমোহন উপজেলা যুবদলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ‘যেহেতু মাদকের কাছে আইন-বিচার অসহায়, এভাবেই লাঠির আওতায় নিয়ে আসা হোক’- সচেতন মহল/দৈনিক ক্রাইম বাংলা।। লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে ৫ পুলিশ সদস্যকে ফাঁসাতে অপচেষ্টার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদকের বিচারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। রাজধানীতে পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে,,,,,দৈনিক ক্রাইম বাংলা আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির,,,,,দৈনিক ক্রাইম বাংলা


এবার লারা ক্রফট চরিত্রে অভিনয় করবেন সোফি টার্নার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯৩ পঠিত
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪


অ্যামাজনে আসন্ন টিভি সিরিজ ‘টুম্ব রাইডার’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোফি টার্নার। জানা গেছে, এখনো চুক্তিটি পুরোপুরি সম্পন্ন হয়নি, তবে শিগগিরই এটি চূড়ান্ত হবে। এ সিরিজটি ২০২৩ সালের শুরুর দিকে অ্যামাজনে গ্রিনলাইট পেয়েছিল। এ প্রজেক্টে ফোবি ওয়ালার-ব্রিজ লেখক এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সিরিজটি ডেভেলপমেন্টে থাকার খবর পাওয়া গিয়েছিল। টার্নার হলেন লারা ক্রফট চরিত্রে অভিনয় করা সবশেষ হায়ার প্রোফাইল অভিনেত্রী। যিনি আসন্ন ‘টুম্ব রাইডার’ ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন। রোমাঞ্চকর এ চরিত্রে এর আগে অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডারকে অভিনয় করতে দেখা গেছে। এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি। তবে এটি সিনেমা রূপে নয়, আসছে সিরিজ আকারে। টার্নার ‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান, যেখানে তিনি পুরো আটটি মৌসুমে অভিনয় করেছেন। ২০১৯ সালে তিনি এ সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া তিনি ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’ ও ‘এক্স-মেন: ডার্ক ফিনিক্স’ সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ‘টুম্ব রাইডার’ সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, অ্যামাজন এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। এ সিরিজে কনসালট্যান্ট এক্সিকিউটিভ প্রডিউসারদের মধ্যে রয়েছেন ওয়েলসস্ট্রিট প্রোডাকশন থেকে ফোবি ওয়ালার-ব্রিজ ও জেনি রবিন্স, ডিজে২ এন্টারটেইনমেন্ট থেকে ডিমিত্রি এম. জনসন ও মাইকেল শেল, স্টার পার্টি থেকে থাকছেন অ্যামান্ডা গ্রিনব্ল্যাট ও রায়ান অ্যান্ডোলিনা। সিরিজটি প্রযোজনা করছে ক্রিস্টাল ডাইনামিক ও এমজি এম স্টুডিও। তবে সিরিজটি কে পরিচালনা করছেন এবং সোফি ছাড়া আর কে কে অভিনয় করছেন, এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ