• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

সাগর-রুনি হত্যা মামলা: আসামিরা মুখ খুলেছে, তদন্তে নতুন তথ্য,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। মামলার আসামিরা মুখ খুলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন নিহত পরিবারের পক্ষের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

শিশির মনির বলেন, “জেলে থাকা আসামিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। তবে এখন তদন্ত দ্রুত এগোচ্ছে এবং আগামী ৪ এপ্রিলের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্স মামলাটির তদন্ত করছে। টাস্কফোর্সের সদস্যরা মামলার বাদী, আইনজীবী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

তদন্তে বাধার ইতিহাস উল্লেখ করে শিশির মনির বলেন, “আগের সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেওয়া হতো। এ কারণেই ১৩ বছরেও মামলার নিষ্পত্তি হয়নি। তবে এখন তদন্তে নতুন গতি এসেছে।”

এদিকে, মেহরুন রুনির ভাই নওশের রোমান অভিযোগ করেন, “সাগর-রুনি হত্যায় শেখ হাসিনা সরকার জড়িত।” তবে নিহত দম্পতির সন্তান মাহির সারওয়ার মেঘ আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবার আশার আলো দেখছি। আশা করি, ভালো কিছু হবে।”

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি। ঘটনায় মামলা দায়েরের পর ১৩ বছর পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়নি। এ পর্যন্ত চার বার তদন্ত সংস্থা বদল হয়েছে। পুলিশ, ডিবি, র্যাবের পর এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে পিবিআই প্রধানের নেতৃত্বে টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন আগামী ৪ এপ্রিলের মধ্যে আদালতে জমা দেওয়ার কথা রয়েছে। তবে এর আগে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১৫ বার সময় নেওয়া হয়েছে। সর্বশেষ ২৭ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পিবিআই তা জমা দিতে পারেনি। আদালত পরবর্তী তারিখ ২ মার্চ নির্ধারণ করেছেন।

মামলাটির দীর্ঘসূত্রতা ও তদন্তে বাধার ইতিহাস নিয়ে সমাজে ব্যাপক আলোচনা রয়েছে। অনেকেই আশা করছেন, টাস্কফোর্সের তদন্তে এবার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ