• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

আজ মধ্যরাতে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে। মাছ শিকারি জেলেরা নদীতে যাবে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আবুল বাশার, ভোলা প্রতিনিধি:

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটারে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (৩০এপ্রিল ) মধ্যরাতে। নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন থাকা বোরহানউদ্দিনের বিশ হাজার জেলে এরইমধ্যে জাল-ট্রলারসহ মাছ  সব সরঞ্জাম প্রস্তুত করেছেন।

উপজেলা মৎস্য বিভাগের তথ্যমতে, নিষেধাজ্ঞার দুই মাসে (মার্চ-এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলায় ৭১টি অভিযানসহ ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সরেজমিনে বোরহানউদ্দিন উপজেলার কয়েকটি মাছঘাট ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা শেষ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন জেলেরা।  তারা জাল-ট্রলার মেরামত করছেন। কেউ কেউ ট্রলারগুলো নদীর তীরে নামিয়ে জাল ভরছেন। আবার কোনো কোনো ট্রলার মালিক মাঝিমাল্লা প্রস্তুত করছেন। ফলে উৎসবের আমেজ বইছে  জেলে পরিবারগুলোতে।

হাকিমউদ্দিন  ও  নয়া মিয়ার হাট এলাকার কয়েকজন মাঝি রূপালী বাংলাদেশকে জানান, আজ মধ্যরাতে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হবে। সরকার দুই মাসের অভিযান দিয়েছিল। সরকারের অভিযান মেনে আমরা নদীতে মাছ ধরতে যাইনি।অভিযান শেষে আজ মধ্যরাত থেকে নদীতে যাব। বিগত দিনে পরিবার নিয়ে অনেক কষ্টে ছিলাম। সরকারি খাদ্য সহায়তা ছিল চাহিদার বিপরীতে কম, শুধু চাল দেওয়া হয়েছে।

তারা আরও জানান, আমাদের সমিতির কিস্তি আছে; কিস্তি চালাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা নদীর ওপর নির্ভরশীল, নদীতে মাছ ধরতে পারলে আমরা খেয়ে পরে ভালো থাকি। অভিযানের কারণে গত ঈদুল ফিতরের আনন্দ আমাদের কাছে পৌঁছেনি।  নয়া মিয়ার হাট এলাকার মো. হাসান মাঝি বলেন, অভিযানের কারণে জাল-ট্রলার, ট্রলারের ইঞ্জিন নিরাপদ স্থানে উঠিয়ে রেখেছি। এখন আবারও ট্রলারে তুলেছি, আজ মধ্যরাতেই নদীতে নামব। আশা করি, ইলিশসহ সব ধরনের মাছ বেশি পরিমাণে পাব। সেসব মাছ বিক্রি করে আড়তের দেনা ও ঋণ পরিশোধ করতে পারব।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, আজ ৩০ এপ্রিল রাত ১২টায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হবে। আমরা সফলভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছি। মা ইলিশ প্রচুর পরিমাণে ডিম ছেড়েছে। জাটকাগুলো বড় হওয়ার সুযোগ দিয়েছি। আশা করছি, এসব জাটকা ইলিশ হয়ে ফিরে আসবে এবং জেলেদের জালে ব্যাপক ইলিশ ধরা পড়বে। পাশাপাশি, জেলেদের জন্য বরাদ্দ সরকারি খাদ্য সহায়তা আমরা তাদের দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ