• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।।

আজ মধ্যরাতে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে। মাছ শিকারি জেলেরা নদীতে যাবে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আবুল বাশার, ভোলা প্রতিনিধি:

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটারে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (৩০এপ্রিল ) মধ্যরাতে। নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন থাকা বোরহানউদ্দিনের বিশ হাজার জেলে এরইমধ্যে জাল-ট্রলারসহ মাছ  সব সরঞ্জাম প্রস্তুত করেছেন।

উপজেলা মৎস্য বিভাগের তথ্যমতে, নিষেধাজ্ঞার দুই মাসে (মার্চ-এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলায় ৭১টি অভিযানসহ ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সরেজমিনে বোরহানউদ্দিন উপজেলার কয়েকটি মাছঘাট ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা শেষ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন জেলেরা।  তারা জাল-ট্রলার মেরামত করছেন। কেউ কেউ ট্রলারগুলো নদীর তীরে নামিয়ে জাল ভরছেন। আবার কোনো কোনো ট্রলার মালিক মাঝিমাল্লা প্রস্তুত করছেন। ফলে উৎসবের আমেজ বইছে  জেলে পরিবারগুলোতে।

হাকিমউদ্দিন  ও  নয়া মিয়ার হাট এলাকার কয়েকজন মাঝি রূপালী বাংলাদেশকে জানান, আজ মধ্যরাতে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হবে। সরকার দুই মাসের অভিযান দিয়েছিল। সরকারের অভিযান মেনে আমরা নদীতে মাছ ধরতে যাইনি।অভিযান শেষে আজ মধ্যরাত থেকে নদীতে যাব। বিগত দিনে পরিবার নিয়ে অনেক কষ্টে ছিলাম। সরকারি খাদ্য সহায়তা ছিল চাহিদার বিপরীতে কম, শুধু চাল দেওয়া হয়েছে।

তারা আরও জানান, আমাদের সমিতির কিস্তি আছে; কিস্তি চালাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা নদীর ওপর নির্ভরশীল, নদীতে মাছ ধরতে পারলে আমরা খেয়ে পরে ভালো থাকি। অভিযানের কারণে গত ঈদুল ফিতরের আনন্দ আমাদের কাছে পৌঁছেনি।  নয়া মিয়ার হাট এলাকার মো. হাসান মাঝি বলেন, অভিযানের কারণে জাল-ট্রলার, ট্রলারের ইঞ্জিন নিরাপদ স্থানে উঠিয়ে রেখেছি। এখন আবারও ট্রলারে তুলেছি, আজ মধ্যরাতেই নদীতে নামব। আশা করি, ইলিশসহ সব ধরনের মাছ বেশি পরিমাণে পাব। সেসব মাছ বিক্রি করে আড়তের দেনা ও ঋণ পরিশোধ করতে পারব।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, আজ ৩০ এপ্রিল রাত ১২টায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হবে। আমরা সফলভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছি। মা ইলিশ প্রচুর পরিমাণে ডিম ছেড়েছে। জাটকাগুলো বড় হওয়ার সুযোগ দিয়েছি। আশা করছি, এসব জাটকা ইলিশ হয়ে ফিরে আসবে এবং জেলেদের জালে ব্যাপক ইলিশ ধরা পড়বে। পাশাপাশি, জেলেদের জন্য বরাদ্দ সরকারি খাদ্য সহায়তা আমরা তাদের দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ