• বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে দ্বীপজেলা ভোলা এসএসসি’ ৯৮ ব্যাচের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

বন্ধুত্ব… যার নেই কোনো জাত, ধর্ম বা বয়সের সীমারেখা। দ্বীপজেলা ভোলার এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের অটুট বন্ধনকে আবারও নতুন করে উদযাপন করলেন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে। পুনর্মিলনীতে হাসি আনন্দে মেতে ওঠেন একটি দিন। পুরনো বন্ধুদের পেয়ে ফেলে আসা অতীত জীবনে ফিরে যায়। এসময় এসএসসি’৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলায় যেন এক উৎসবে পরিনত হয়েছে। যেথায় থাকি যে যেখানে, বাঁধন মোদের প্রাণে প্রাণে”। এই প্রাণের বাধঁনে দীর্ঘ এক বছর পর আবারো একত্রিত হয়েছে ভোলার এস এস সি ‘৯৮ ব্যাচের বন্ধুরা।  সকাল ৯ টা বাজতেই ভোলা স্টেডিয়াম সড়ক এলাকার শিল্পকলা একাডেমীতে দূর দূরান্ত থেকে আসতে থাকে বন্ধুরা। প্রথমেই ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হ‌য়। নানা সাজে সজ্জিত অডিটোরিয়ামে জমকালো আয়োজনে কেক কাটার মধ্য  দিয়ে দিনব্যাপী পূর্নমিলনী অনুষ্ঠানের শুভসূচনা হয়। একের পর এক আয়োজনে মেতে ওঠে ৯৮ ব্যাচের প্রায় ৪ শতাধিক বন্ধু বান্ধব । অতীতের সকল স্মৃতিচারনে যেন ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরা সবাই। হাসি-ঠাট্টা,মজা -দুষ্টুমিতে মেতে ছিলো যেনো পুরোটা সময়।এমন আয়োজনে সকলেই অনেক আনন্দিত। স্মৃতিচারণ, হাসি-ঠাট্টা, গান, রেফেল ড্র আর নাচে মুখরিত ছিল পুরো আয়োজন। বন্ধুরা ফিরে গেছেন ফেলে আসা সেই শৈশব-কৈশোরের দিনগুলোতে। দুপুরের মধ্যহ্ণ ভোজের পর পর শুরু হয় সংগীতানুষ্ঠান। সংগীত শিল্পীদের পাশাপাশি এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুদের মধ্য থেকে কেউ গান আবার কেউবা গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। সংগীতের সাথে সাথে বিভিন্ন আলোক বাতির ঝিকিমিকিতে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানটি। এসময় আনন্দ উৎসবে নেচে গেয়ে পুরো অতীত জীবনের স্মৃতি রোমন্থন করে বন্ধুরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। দ্বীপজেলা ভোলা এসএসসি ৯৮ ব্যাচের আয়োজক কমিটি সদস্য এ্যাডমিন ও মডারেটর সজিব সাহরিয়ার ও নেয়ামুল সোহাগ বলেন,বন্ধুত্ব মানেই একে অপরের সুখে-দুঃখে পাশে থাকা। এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের বন্ধনকে শুধু উদযাপন করেই থেমে থাকেনি, বরং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা আরো বলেন, এই পূর্ণমিলনী ঘিরেই গড়ে তোলা হয়েছে ‘৯৮ ব্যাচ ফাউন্ডেশন। যার উদ্দেশ্য অসুস্থ বা অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করছেন বলেও জানান, পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজকরা।
ভোলার এসএসসি ৯৮ ব্যাচের এই উদ্যোগ শুধুই একটি পুনর্মিলনী নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ