• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

সুপার ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে হারাল ভারত,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩২ পঠিত
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সুপার ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে হারাল ভারত
এশিয়া কাপের ইতিহাসে স্মরণীয় হয়ে রইল ভারত–শ্রীলঙ্কার লড়াই। মূল ম্যাচে দুই দল সমান রান করার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই নাটকীয়ভাবে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ২০২ রান। ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা, করেন ৬১ রান। তিলক বার্মা খেলেন অপরাজিত ৪৯ রানের ইনিংস। সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলের দ্রুত রান ভারতকে পৌঁছে দেয় দুইশ ছুঁইছুঁই স্কোরে।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হলেও ভিন্ন চিত্র। মাত্র ৭ রানে হারায় কুশল মেন্ডিসকে। কিন্তু এরপর পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরা গড়ে তোলেন দুর্দান্ত জুটি। মাত্র ৫৮ বলে আসে ১২৭ রানের জুটি, যা এশিয়া কাপের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ জুটি। কুশল পেরেরা ৩২ বলে ৫৮ রান করে আউট হলে চাপ বাড়ে লঙ্কানদের ওপর। এরপরও এগিয়ে যান নিশাঙ্কা।

পঞ্চাশ পেরোনোর পর দুর্দান্ত ব্যাটিংয়ে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পাতুম নিশাঙ্কা। ৭ চার ও ৬ ছক্কার সাহায্যে খেলেন ১০৭ রানের অনবদ্য ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। দাসুন শানাকা চেষ্টা করলেও নিতে পারেন মাত্র ১১। ফলে নির্ধারিত ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহও দাঁড়ায় ভারতের সমান ২০২ রান।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে অর্শদীপ সিংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ বলে ২ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান তুলে নিয়ে ভারতকে জয় এনে দেন সূর্যকুমার যাদব।

নাটকীয় এই জয় ভারতের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে তারা অপরাজিতভাবেই পৌঁছাল রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

নিশাঙ্কার শতক বৃথা গেলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। এমন এক ম্যাচে জয় হার যেভাবেই হোক, ক্রিকেটপ্রেমীদের জন্য এটি ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ