• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আগুনে পুড়ে তিন দোকান ভস্মীভূত।। দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

আমতলীতে জমি জমা নিয়ে বিরোধে নারীসহ ১৩জনকে পিটিয়ে কুপিয়ে আহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫ পঠিত
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলীর পশ্চিম সোনাখালী গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার সময় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৩ জনকে পিটিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে,উপজেলার পশ্চিমসোনাখালী গ্রামে আব্দুস সালামপ্যাদা গংদের সাথেএকই বংশের ইউছুফ প্যাদা গংদের সাথে সোনাখালী মৌজার জে এল নং ২৩এর খতিয়ান নং৩৬৫ এর ৩ একর ৮৮শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
রবিবার সকাল সাড়ে ১০টার সময় ইউছুফ প্যাদা গংরাভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে দেশিয় অস্র ও লাঠিসোটা নিয়ে জমি দখল করতে যায়।এসময় আব্দুস সালাম প্যাদা গংরা জমি দখলে বাধা দিলে ইউছুফ প্যাদা গংরা মো.জাহিদুল (২৫)আল আমিন (২৬) কাওসার প্যাদা (৩০)হালিমা খাতুন (৫২) জুলেখা(৫০) আব্দুস সালাম প্যাদা(৬৫) জড়না বেগম (৩৭) শাহিনুর (২৭)কে বিরোধীয় জমিতে বসেই দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায় ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে জাহিদুল (২৫) আল আমিন (২৬) কাওসার প্যাদা (৩০)হালিমা খাতুন (৫২)জুলেখা গুরুতর আহত হয়।এদের মধ্যে গুরুতর আহত জাহিদুল (২৫) কাওসার প্যাদা(৩০)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অপরপক্ষের দুধাল প্যাদা জানান,তাদের জমিতে তারা প্রবেশ করলে তার ভাইসহ ৫ জনকে মারধোর করে আহত করেছে আব্দুস সালাম প্যাদারা। আহতরা হলেন, ইউছুফ প্যাদা (৫৫) হারুন প্যাদা (৪৫) জাহাঙ্গির প্যাদা (৪০) শাহাবুদ্দিন প্যাদা (৩৬)খোকন প্যাদা (১৯)আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাঃনিখিল চন্দ্র শীল বলেন আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম গুরুতর আঘাত পাওয়া গেছে।আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন,এবিষয় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ