কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসিস) কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসুল্লিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলাম, উপদেষ্টা ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আল এমরান হারুন, সহ-সভাপতি মাহাবুব উল্লাহ লিটন, মোহাম্মদ সাইদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. ইব্রাহিম, বানী কান্ত শিকদার, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ নুরুল হক, শরীফুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ইউএনও মো. কাউসার হামিদ বলেন, “উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা—তাদের সম্মান ও সহযোগিতাই শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে।”
তিনি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
🟦 সংবাদ সংক্ষেপে:
উদ্যোগে: উপজেলা প্রশাসন, কলাপাড়া
আয়োজক: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসিস), কলাপাড়া শাখা
অবস্থান: উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
উদ্দেশ্য: শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিময় ও শিক্ষার মানোন্নয়নে করণীয় আলোচনা