এম.জাফরান হারুন, পটুয়াখালী:: বাউফল পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে হারুন মল্লিক (ডালিম), দুই নম্বর ওয়ার্ডে মু. ইউনুচ খান (পানির বোতল), চার নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির (পানির বোতল), ছয় নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন (ডালিম), সাত নম্বর ওয়ার্ডে নুরুল হক (পানির বোতল), আট নম্বর ওয়ার্ডে আব্দুল আজিজ (টেবিল ল্যাম্প) ও নয় নম্বর ওয়ার্ডে আল মামুন আকন (ডালিম) মার্কা নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত আসনে পৃথক ভাবে চশমা প্রতিক নিয়ে শিমুল, বলপেন নিয়ে খুকুমনি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাত জাহান নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতিক নিয়ে মো: জিয়াউল হক জুয়েল পৌর মেয়র এবং কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে আ: লতিফ খান বাবুল ও ৫ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসাইন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কাউন্সিলর পদে ২১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯ কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহি ম্যাজিস্ট্রেট, ৯জন পুলিশ সদস্য, ১৫ জন আনছার সদস্যসহ মাঠে বিজিবি ও র্যাবের মোবাইল টিম মোতায়েন করা হয়।