• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,, সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা,,, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,, দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,,, ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ,,, প্রধান উপদেষ্টাকে বিবৃতিতে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর,,,, অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,,

ইউএনওর অভিযানে ৪ জুয়াড়ি আটক, অতপর কারাদণ্ডাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

এম.জাফরান হারুন,, পটুয়াখালী:: পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই ) দিবাগত রাত ৭.৩০টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল এর মোবাইল কোর্টে এই দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ড প্রাপ্তরা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়ন এর চর হোসনাবাদ গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল এর নেতৃত্বে থানা পুলিশের সহয়তায় বাশবাড়িয়া ইউনিয়ন এর চরহোসনাবাদ বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জাম সহ ৪জন জুয়াড়িকে আটক করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, জুয়া খেলার স্থান হিসেবে ব্যাবহার করতে দেয়ায় জুয়া খেলার সামগ্রীসহ দোকান মালিককে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে তিন সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জুয়ায় অংশগ্রহণ করার জন্য বিদ্যমান স্বাক্ষ্য প্রমাণ ও স্বীকারোক্তি এর ভিত্তিতে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাপর তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন শুন্য সহনশীলতার নীতি গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ