• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

হত্যা সহ একাধিক মিথ্যা মামলার হুমকি, এবার সেই বাপ-ছেলের নামে থানায় জিডি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭২ পঠিত
আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: র‌্যাব দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলা সহ একাধিক মিথ্যা মামলা দিয়ে মোঃ রেজা মোল্লা নামে এক যুবককে হয়রানি করার হুমকির অভিযোগ পাওয়া গেছে এবার সেই সমালোচিত হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজী ও তার বাবা মতলেব গাজীর বিরুদ্ধে। এতে থানায় জিডি করা হয়েছে।

বাদী মোঃ রেজা মোল্লা (৩০), পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আঃ আজিজ মোল্লার ছেলে। আর হুমকিদাতা হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজী (২৮) একই ওয়ার্ডের বাসিন্দা মোঃ মতলেব গাজীর ছেলে।

জিডিতে উল্লেখ করা হয়েছে যে, বিবাদী হাচান গাজী ও তার বাবা মতলেব গাজী স্থানীয় শালিস বিচারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে ইংরেজি ৯/৯/২০২২ তারিখ বিকাল অনুমান ৫:৩০ মিনিটের সময় মোবাইল ফোন থেকে ফোন করে র‌্যাব দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলা সহ একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন হুমকি ধামকি ভয়-ভীতি দেখানো হয়। এসময় ফোনে তর্কাতর্কি হলে বিবাদী হাচান গাজী ও বাবা মতলেব গাজী অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ খুন জখমের হুমকি দেয়া হয়।

জিডির ব্যাপারে বাদী মোঃ রেজা মোল্লা স্বত্যতা স্বীকার করে বলেন, শনিবার (১০ সেপ্টেম্বর ) ওই হুমকির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নিজের নিরাপত্তা স্বার্থে বাদী হয়ে থানায় জিডি করেছি। তারা এলাকায় দুষ্টু সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা শিবিরের সক্রিয় কর্মী। কোনও আইন কানুন মানে না তারা। এবং একসময় চুরিই ছিল তাদের পেশা। যার কারণে একাধিক মামলা সহ জেলহাজত খেটেছেন। এলাকায় বিভিন্ন দুর্নাম বদনাম রয়েছে তাদের। এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি ভোগান্তিতে ফালানোর জন্য তারা কিছু না পেরে মিথ্যা মামলার আশ্রয় নেন। এক কথায় বলা যায় তারা মামলাবাজ।

এব্যাপারে জানতে বিবাদীদের মধ্যে হাইকোর্ট কর্মকর্তা হাচান গাজীর মোবাইল নাম্বারে প্রতিবেদক একাধিকবার কল করলে রিসিভ করে কথা না বলায় কোনও উত্তর পাওয়া যায়নি।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, রেজা মোল্লা নামে এক যুবক জিডি করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ