তালতলী(বরগুনা)প্রতিনিধি মোঃ মিঠু সরদারঃবরগুনার তালতলীতে আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন ইলিয়াস খান(৪০) নামের ব্যক্তি। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে র্যাব ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
গতকাল রবিবার রাত ৯ টার দিকে উপজেলা হেলেঞ্চাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ইলিয়স খান একই উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের রশিদ খাঁনের ছেলে। এক সময় এলাকায় ডাকাত হিসাবে কুখ্যাতি ছিল ইলিয়াসের।
পুলিশ সূত্রে জানা যায় ২০০২ সালে ইলিয়াস খানের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একটি ডাকাতি মামলা হয়। যার মামলায় নং ৩৩/২০০২। ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামির অনুপস্থিতিতেই তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা না দিলে অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। ইলিয়াস খান আত্মগোপনে চলে যাওয়াতে আর পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের যৌথ অভিযান গতকাল রাতে র্যাব-০৮ ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, র্যাব-০৮ ও পুলিশের যৌথ অভিযানে ১০ বছরের সাজা প্রাপ্ত আসামি ইলিয়াজ খানকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।