• বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদকের বিচারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। রাজধানীতে পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে,,,,,দৈনিক ক্রাইম বাংলা আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির,,,,,দৈনিক ক্রাইম বাংলা জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা গণ-অভ্যুত্থান একক দলের নয়, জনগণের আন্দোলন’—তারেক রহমান,,,,,দৈনিক ক্রাইম বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আধুনিক ও যুগোপযোগী হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই শহিদদের স্মরণে সারাদেশে ‘এক শহিদ এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে : প্রেস সচিব,,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতিসংঘের মানবাধিকার দপ্তর চালু সংস্কার ও জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন: প্রেস উইং,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোটার তালিকা প্রকাশের আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


মোটরসাইকেল নিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের লাশ উদ্ধার তিনমাস ১২দিন পরে কেরানীগঞ্জের হাসনাবাদ  কবর থেকে। 

রিপোর্টার: / ২৩৬ পঠিত
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২


নিজস্ব প্রতিবেদক গত ০৬-০৬- ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ০১.টা০৫ ঘটিকার সময় ওয়ারী থানা ধীন টিকাটুলী রাব -৩ কার্যালয়ের মোড়ে পৌঁছালে  অজ্ঞাত গাড়ির ধাক্যায় তিনি মৃত্যুবরণ করেন।

মোঃআবির হোসেন সানজু (৩২)তার ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা ঘটে, বলে এলাকাবাসী জানায়।
 সরেজমিনে গিয়ে জানা যায় তার বাবা মোঃ হাজী শাহজাহান বাদশা  বলেন, যে আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায় নি, বলে তার আপোন বড় ভাই ও তার স্ত্রী – ছেলে কে,  আসামি করে।
 ১,মোঃ ওয়াসিম (৪৭) পিতা হাজী শামসুজ্জামান ২,মোঃ টুটুল (৪২)পিতা হাজী শামসুজ্জামান ৩,হাজী শামসুজ্জামান (৬৭)পিতা মৃত ইয়াজুল হোক বেপারী ৪,মিজানুর রহমান(৩৬)পিতাঃ হাজী  শামসুজ্জামান  ৫,হামিদা বেগম (৬০) পিতা মৃত মোঃ সোবহান মুন্সী ৬,রিয়াদ (২৫)পিতা-হাজী  আব্দুর রহমান সর্ব সাং হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা,
 অভিযোগ দায়ের করেন, বিজ্ঞ আদালতে, বিজ্ঞ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে কবর থেকে লাশ উদ্ধার করার আদেশ দেন। ম্যাজিস্ট্রেট ১৮/৯/২২ইং তারিখ সরেজমিনে  এসে লাস  ময়নাতদন্তের জন্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছ।
এ বিষয়ে ১ নং আসামি মোঃ ওয়াসীম গণমাধ্যমকে বলেন, আমরা জেনেছি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু তারা আমাদেরকে হয়রানি করার  চেষ্টা করতেছে।
 এ বিষয় আমাদেরকে ফাঁসানো হচ্ছে, যদি সুষ্ঠু তদন্ত হয়, তাহলে সততা বের হয়ে আসবে।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই সঠিক তদন্ত।
এ বিষয়ে হাজী শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, আমিও জানি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আবির আমার ভাইয়ের ছেলে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারাও আমার ভাইয়ের ছেলে।
কিন্তু সঠিক তদন্ত হলে বের হয়ে আসবে, কিভাবে মারা গেছে, কিন্তু অন্যায় ভাবে কাউকে হয়রানি যেন না করা হয় বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ