স্টাফ রিপোর্টারঃ– মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র স্ত্রী এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী নারী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের স্মরণে বরিশালের আগৈলঝাড়ায় স্মরণ সভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বরিশালের আগৈলঝাড়ার থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের উদ্যোগে থানা মসজিদে এবং উপজেলার জুম্মার নামাজ আদায় করা ২৮৩টি মসজিদের শুক্রবার বাদ জুম্মা শাহান আরা আবদুল্লাহ’র আ’ত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের সকল জুম্মা আদায়কারী মসজিদে স্ব-স্ব এলাকার নেতৃবৃন্দর উপস্থিতেতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়েছে।শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ ৭২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ০৩ ছেলে ও ০১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৮ জুন সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে গার্ড অব অনার এবং জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে দাপন সম্পন্ন করা হয়েছে।