• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

চাটখিলে জায়গা জমির বিরোধের জেরে হামলায় উভয় পক্ষের থানায় অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫৪ পঠিত
আপডেট: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিলে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর পরিবারের উপরে হামলা, এতে দুইজন আহত ও উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

গত সোমবার ১০ এপ্রিল সকাল ১০ টায় চাটখিল পৌরসভা ২ নং ওয়ার্ড বাসি তফদার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।

স্বরজমিন ও অভিযোগ সূত্রে জানা যায় ইতালি প্রবাসী জসিম উদ্দিন (৪২) এবং তার ভাই জাহাঙ্গীর আলম (৬২) এর পৈতৃক এবং খরিদকৃত মালকীয় ভোগদখলীয় সম্পত্তি দীর্ঘদিন থেকে জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে তাদের এলাকার কিছু লোক। তারি ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ ঘটিকায় তাদের প্রতিবেশী গোলাম সরোয়ার (৬০) এবং তার তিন সন্তান কামরুল হাসান আশিক, ইয়াসিন আরাফাত ও নাঈম অজ্ঞাত ৪-৫ জনসহ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রবাসীর জসিম উদ্দিন ও তার ভাতিজারা রেজাউল করিম কে আহত করে এবং তাদের নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। তখন তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে অভিযুক্ত কামরুল হাসান আশিক হামলার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের কে জানান অভিযোগকারীরা তাদের বাড়ির এজমালি সম্পত্তির উপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করে, প্রাথমিক ভাবে সকলে বাঁধা দিলে তারা কাজ বন্ধ করে কিন্তু সকলের অগোচরে তারা বাউন্ডারি ওয়াল ৫ফুট উচ্চতা নির্মাণ করে ফেললে, বাড়ির সকলে মিলে এসে তা ভেঙে দেয়।

এ বিষয়ে চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক বেলায়েত হোসেন জানান তাদের বাড়িতে ভুল বোঝাবুঝি কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে জসিম উদ্দিন ও তার ভাতিজারা রেজাউল করিম আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং সুস্থ আছে। যেহেতু বিষয়টি আমাদের বাড়ীর, আমরা বাড়ির সকলে মিলে দুই পক্ষকে নিয়ে বসে একটি সুন্দর সমাধান করে ফেলব।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান বাসি তফদার বাড়িতে জায়গা জমির বিরোধের নিয়ে দুই পক্ষ থানাতে পাল্টাপাল্টি লিখিতভাবে অভিযোগ দিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ