• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাদ দিতে ইসিতে দাবিপত্র,,,, বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন না চাওয়ার চেষ্টা করছে,,,

গোপালগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ৮ জুন/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৩০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

গোপালগঞ্জ), ৬ জুন, ২০২৩ () : গোপালগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
আগামী ৮ জুন বুধবার অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর আড়াই টা থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। ওই দিনই এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। সংগীত, নৃত্য, একক অভিনয় ও আবৃত্তি বিষয়ে ৭টি বিভাগে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংগীতে থাকবে পঞ্চগীতি কবির গান ( রবীন্দ্র নাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,দীজেন্দ্র লাল রায়, রজণী কান্ত সেন ও অতুল প্রসাদ সেন), লোক সংগীত, দেশত্ববোধক সংগীত (ভাষারগান, স্বাধীনতা/মুক্তিযুদ্ধের গান)।
নৃত্য প্রতিযোগিতায় থাকবে লোক নৃত্য,সৃজনশীল নৃত্য, কথক, মণিপুরি, ভারত নট্যম ইত্যাদি।  আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা থাকবে উন্মুক্ত।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালাচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন,  ৪টি বিষয়ের ৭টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ‘ক’  বিভাগে প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণির শিক্ষার্থী, ‘খ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে (যুব) ১৭ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।
ওই কর্মকর্তা আরো বলেন, প্রতিযোগীকে আজ মঙ্গলবার ৬ জুনের মধ্যে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জমা  দিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা পর্যায়ের প্রতি বিষয় ও বিভাগে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে পুরস্কার এবং সনদপত্র  প্রদান করা হবে। শুধুমাত্র প্রতিযোগিতার প্রতি বিষয় ও বিভাগে ১ম স্থান অধিকারী ৭ জন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেব।
ওই কর্মকর্তা বলেন, জেলা পর্যায়ের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিত উৎসব মুখর  পরিবশে  সম্পন্ন হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ