• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

ঘোড়াঘাটে জামাইয়ের মারপিটে আহত শশুর,শাশুড়ি, শ্যালিকা, থানায় অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ / ১৭০ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩


ঘোড়াঘাটে জাল দলিল বানিয়ে জায়গা জমি আত্মসাৎ করে বাড়ি নির্মাণ করে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় শশুর-শাশুড়ি ও ছোট শ্যালিকাকে মারপিট করে আহত করেছে জামাই স্কুল শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম ফটিক। আহত শশুর-শাশুড়ি ও ছোট শ্যালিকাকে স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রাতেই আহত শশুর-শাশুড়ি ও ছোট শ্যালিকাক তারা ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। জামাই ফরিদুল ইসলাম ফটিক ঘোড়াঘাট উপজেলার সিংড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, রাণীগঞ্জ বাজার এলাকার হযরত আলী মন্ডলের বড় মেয়ের সাথে ২০১১ইং সালে বিয়ে হয় অভিযুক্ত ফরিদুল ইসলাম ফটিকের। সেই থেকে শশুরের জায়গায় বাড়ি তৈরি করে বসবাস করে আসছে। বিয়ের পর কৌশলে জাল দলিল তৈরি করে শশুরের সম্পদ দখল করে ফটিক। শশুরের যাতায়াতের পথও বন্ধ করে দেয় অভিযুক্ত এই স্কুল শিক্ষক। গত শনিবার এ সব বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে শ্যালিকাকে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং শশুর-শাশুড়িকে মারপিট করে।

আহত অবস্থায় শশুর হযরত আলী মন্ডল বলেন, আমার সব কিছু দখল করেছে আমার বড় মেয়ের জামাই। ছোট মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আজ আমি অসহায়। শনিবার আমাকে সহ আমার স্ত্রী ও ছোট মেয়েকে বেদম মারপিট করে এই জামাই। একাধিকবার বিচার শালিস হয়েছে। কিন্তু আমার কুলাঙ্গার জামাই বিচারকদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করতে চড়াও হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মুরাদ বলেন, দুই নারী সহ এক বৃদ্ধ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরে গুরুতর কোন জখম নেই। তবে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা থাকায় তারা চলাচল করতে পারছেন না।

তবে এ সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত জামাই ফরিদুল ইসলাম ফটিক। তিনি বলেন, ‘আমার শশুর আমার স্ত্রী এবং শ্যালিকাকে জমি লিখে দিয়েছে। আমার স্ত্রীর জমির উপর আমি বাড়ি তৈরি করেছি। এখন সেই জমি দ্বিতীয় স্ত্রীকে দেওয়ার জন্য আমার কাছে ফেরত চাইছে আমার শশুর। আমি তাদেরকে মারপিট করিনি। বরং তারাই আমাকে এবং আমার স্ত্রীকে মারপিট করেছে।’

এদিকে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, ‘মঙ্গলবার একটি অভিযোগ পেয়েছি। যেহেতু পারিবারিক সমস্যা, তাই আজ বৃহস্পতিবার উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন করার চেষ্টা করা হবে। সমাধান না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ