পটুয়াখালীর বাউফলের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোহরাব সিকদারকে ৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত ওই আসামি মোঃ সোহরাব সিকদার (৩০) কে শনিবার (২৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে দাসপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ডের আক্কেল আলী শিকদারের ছেলে।
থানা পুলিশ জানান, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোহরাব সিকদার কে গ্রেফতার করে। ওই সময় সোহরাবের সঙ্গে থাকা ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং রোববার সোহরাব সিকদারকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানান, ২০১৭ সালের ৩৭৭ নম্বর জিআর মামলায় সোহরাবকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে ১১ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা চলমান রয়েছে।
বাউফল থানার তদন্ত ওসি মো. মিজানুর রহমান বলেন, সোহরাব বাউফল থানার তালিকাভুক্ত চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি।