ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে বরিশালের ঐতিহ্যবাহী সাহিত্য ম্যাগাজিন মুক্তবুলির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই অনির্ধারিত সময়ে স্বল্প সময়ের নোটিশে মুক্তবুলি ম্যাগাজিনের উদ্যোগে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হলো। মফসসল শহরে সন্ধ্যান নিবিড় অন্ধকার ভেদ করে প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ে সাহিত্যের আলো।
শনিবার (০১ জুলাই) সন্ধ্যায় মুক্তবুলির প্রাণবন্ত সাহিত্য আড্ডায় মিলিত হন মুক্তবুলি লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি, সাহিত্য অনুবাদক ও লেখক অধ্যাপক ফিরোজ মাহমুদ, মুক্তবুলি ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক আযাদ আলাউদ্দীন, কবি ও কলামিস্ট নীহার মোশাররফ, বাংলা একাডেমির সদস্য কবি বোরহান মাসুদ এবং কবি এরশাদ সোহেল প্রমুখ।
চায়ের কাপে চুমু দিতেই জমে ওঠে সাহিত্য আড্ডা। আড্ডায় মুক্তবুলি ম্যাগাজিনের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত উপস্থাপন করা হয়। শেষদিকে স্বরচিত লেখা পাঠ ও পর্যালোচনা করেন লেখকরা।