আমাদের সঙ্গে ভারতের এবং অন্যান্য দেশের আঞ্চলিক সহযোগিতা আছে। শুধু বাণিজ্য সহযোগিতা নয় নিরাপত্তা সহযোগিতা থেকে শুরু করে নানাবিধ সহযোগিতা আছে। আমরা মনে করি আমাদের অঞ্চল নিরাপদ রাখা এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্বের কথা যখন আমরাও মনে করি, আমরা জানি ভারতও সেটা মনে করে। সেই আলোকে আমাদের দুই দেশের সহযোগিতা রয়েছে। সম্প্রতি কলকাতা করপোরেশনের মেয়র ফিরাদ হাকিম বলেছেন, বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের রক্ত পরীক্ষা করা উচিত। ডেঙ্গু নিয়ে এমন মন্তব্যে তথ্যমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিয়ে ভারতে আসার জন্য কী টেস্ট করতে হবে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এ ছাড়া টাকাণ্ডরুপির বিনিময়, নাম না নিয়ে হিরো আলমের ঘটনায় পশ্চিমা দেশের কর্তৃত্ব, ভারত-বাংলাদেশ সম্পর্ক সহ একাধিক বিষয়ে কলকাতা প্রেসক্লাবে হাছান মাহমুদের মুখোমুখি হন সাংবাদিকেরা। এদিনের অনুষ্ঠানে সন্তোষ শর্মা, শ্যামল দত্ত, আশিকুর রহমান ছাড়া উপস্থিত ছিলেন, কলকাতা প্রেসক্লাব সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিকসহ কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা