• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা ঘটনায় নিরীহদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। ৩ বছরেও ঘোড়াঘাট হিলি স্থলবন্দর জাতীয় মহাসড়কের কাজ শেষ হয়নি ভোগান্তিতে মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই মাদ্রাসার তালা ভাঙ্গার ভিডিও ভাইরাল, সার্বিক বিষয়ে তদন্ত সম্পন্ন, দ্রুত ব্যবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। লোহালিয়া নদীতে পাওয়া রেজাউল বয়াতির লাশের রহস্য উদঘাটন, খুনি আটক/দৈনিক ক্রাইম বাংলা।। চাটখিলে নামাজরত মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত করেছে আওয়ামীলীগ নেতা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। আমেরিকা প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩/দৈনিক ক্রাইম বাংলা।।

বরিশাল কাশিপুর বাজার কাঁচা মরিচ বিক্রি নিয়ে মারামারি, ছুরিকাঘাতে নিহত ১জন/দৈনিক ক্রাইম বাংলা।।

নিজস্ব প্রতিবেদক।। / ১৪৪ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে আট টায় বরিশাল নগরীর কাশিপুর বাজারে কাঁচা মরিচ বিক্রি নিয়ে মারামারির সময় ছুরিকাঘাতে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন জন।
নিহত মোঃ কামাল হোসেন (৩৮) নগরীর ২৮ নম্বর ওয়ার্ড এর সৈয়দপুর এলাকার ইসকান্দার সর্দারের ছেলে।
আহতরা হলেন, কাশিপুর বাজার এলাকার তিনু মাঝির ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০), তার ভাই মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫) ও অপর ভাই মোঃ জয়নাল আবেদীন (৩৫) এবং একই এলাকার মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ আব্দুল মালেক (৬০)।
এ ঘটনায় ছুরিকাঘাতকারী মরিচ বিক্রেতা সাবেক সেনা সদস্য মোঃ সোহেল রানাকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি নগরীর কাশিপুর বাজার ইছাকাঠি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মোঃ শহিদ ও নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ হোসেন জানান, কাশিপুর বাজারে দোকানিরা ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন। এ সময় সোহেল রানা ভ্যান নিয়ে সেখানে গিয়ে মাইকিং করে ১২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি শুরু করেন। তখন কামালসহ কয়েকজন দোকানি সোহেল রানাকে এ দামে মরিচ বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু সেহেল রানা ১২০ টাকা কেজি দরেই তার মরিচ বিক্রি চালিয়ে যান। এতে কামালসহ বাজারের কয়েকজন কাঁচা মরিচ বিক্রেতা রানাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে সোহেল রানা তার কাছে থাকা সবজির বস্তা কাটার ছুরি নিয়ে হামলাকারীদের ওপর চড়াও হন। এতে চার জন জখম হন। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।
নগরীর এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃত মরিচ বিক্রেতা সাবেক সেনা সদস্য সোহেল রানা আহত হওয়ায় তাকে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রেখেছেন।
এই সময় এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন,অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ