দৈনিক ক্রাইম বাংলা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে সীমিত আকারে পশুরহাট বসানোর সিদ্ধান্তের গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে পশুর হাট বন্ধের দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপির)।
শুক্রবার (২৬ জুন) ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপির) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে এই আহবান জানান।
সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, প্রতিদিন হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যেটি জুলাই মাসে আরো তীব্র আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে সীমিত আকারে ও পশুরহাট বসানোর সিদ্ধান্ত আত্মঘাতী ছাড়া আর কিছু নয়। ইতিপূর্বে সময়ের প্রেক্ষাপটে মসজিদে তারাবী নামাজ পরা থেকেও আমরা বিরত ছিলাম।
‘পবিত্র মক্কা নগরীতেও পবিত্র হজ পালন করা হবে শুধুমাত্র যারা সৌদি আরবে যারা বসবাস করেন, তাদের মধ্যে যুবক ও তরুণ ছাড়া বৃদ্ধদেরকেও না আসার নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশসহ সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের কেও পবিত্র হজ পালনে বিরত রাখা হয়েছে করোনা প্রেক্ষাপটের কারণে
যেভাবে বাংলাদেশে প্রতিদিন করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। সেখানে নতুন করে পশুর হাট বসানো হলে পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে বলে তারা জানান।
You cannot copy content of this page