• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। সংবাদ প্রকাশের একদিন পর প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি জায়গায় পুকুর খনন/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছি উপজেলা ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা এবার বাংলাদেশে আসছে দূষণ পরিমাপক যন্ত্র, চুক্তি সই,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে,,,,দৈনিক ক্রাইম বাংলা


বরিশালে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান অসহায় মানুষের পাশে।

রিপোর্টার: / ২৯৭ পঠিত
আপডেট: রবিবার, ৩ মে, ২০২০


এস এম  শাহিন বরিশাল জেলা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস দেশের সকল শ্রেনী পেশার মানুষের কাছে একটা দুর্ভোগের নাম ।করোনা প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে দেশ লগডাউন ঘোষণা করা হয়েছে । অফিস আদালত থেকে শুরু করে বন্ধ রয়েছে অনেক কলকারখানা ।

বন্ধের তালিকায় শুধু কাঁচা বাজার ছাড়া গ্রামের হাটগুলোও রয়েছে । দেশ লগডাউনের কারনে সবচেয়ে বেশি বিপদে পড়েছে মধ্যবিত্ত শ্রেণি ও খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো । রাস্তায় মানুষ নেই বলে কোন কাজ করতে পারছে না এই মানুষগুলো।এতেই অনেক পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে ।

অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অসহায় মানুষের ঘরে ঘরে খাবার নিয়ে আসলেও দৃষ্টির আড়ালে রয়ে যায় মধ্যবিত্ত শ্রেণির পরিবার ও মানুষগুলো। আত্মসম্মানের কথা চিন্তা করে না খেয়ে থাকলেও কোন মানুষের কাছে মনের অবস্থা শেয়ার করতে পারছে না মধ্যবিত্তরা। সামাজিক মর্যাদার কথা ভেবে হাত পেতে চাইতেও পারছে না খাবার ।

আবার বিভিন্ন ব্যক্তি বা সংগঠন থেকে দিনমজুর মানুষগুলোকে যে সহযোগীতা দেয়া হয় সেটাও প্রয়োজনের তুলনায় খুব সীমিত ।
করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে ঘরে রাখা । আর ঘরে রাখতে হলেই অসহায় মানুষের কাছে সর্বপ্রথম খাবার পৌঁছে দিতে হবে ।

সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসাধারণকে ঘরে রাখতে কাজ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বিএমপি । বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর নেতৃত্ব কাজ করছে অন্যান্য সদস্যরা।

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর নির্দেশে সর্বপ্রথম হাত পেতে চাইতে না পারা মধ্যবিত্ত পরিবারের ঘরে পরিচয় গোপন রেখে খাবার পৌঁছে দিয়ে আসে বিএমপি সদস্যরা।

মধ্যবিত্ত শ্রেণির পাশাপাশি বিএমপির সাথে যোগাযোগ করার সাথে সাথে সহযোগীতা করা হয় দিনমজুর, বেদে,হিজড়াসহ ছিন্নমূল মানুষকে । গত সপ্তাহে বরিশাল নগরীর বিভিন্ন এতিমখানায় এতিম শিশুর জন্য খাবার নিয়ে উপস্থিত হয় বিএমপি সদস্যরা।এখন অনেকেই জানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগ করলে সহযোগী প্রদান করা হয়। বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর নির্দেশে আবেদনকারীর পরিবারের কাছে খাবার নিয়ে সরাসরি উপস্থিত হয় স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল হালিম (সোহেল আহম্মেদ) ।

এরইধারাবাহিকতা ৩রা মে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ২৪টি অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে বিএমপি । আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতি পরিবারের জন্য ৫কেজি চাল ২কেজি ডাল ১লিটার তেল ৩কেজি আলু এবং ১কেজি পিয়াজ প্রদান করা হয়েছে।

এ বিষয় সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল হালিম বলেন, এই দুর্দিনে বরিশাল মহানগর এলাকায় বসবাসরত মানুষের পাশে দাড়াতে পেরেছি বলে ভাল লাগছে । অসাধারণ মানবিক গুনাবলি সম্পন্ন একজন মানুষ আমাদের বিএমপি কমিশনার মহোদয়। আর তারই উদ্যোগে আমাদের এই সহযোগিতা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page