
এস এম নাসির মাহমুদ, আমতলী, বরগুনা।।
সারা দেশের ন্যায় বরগুনার আমতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় আমতলী এবিএম চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ জালাল উদ্দীন ফকির ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে একটি আনন্দর্যালী বের করা হয়। পরে অস্থায়ী দলীয় কার্যালয় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।
সমাবেশে উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ জালাল উদ্দীন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন, কামরুজ্জামান হিরু মৃধা, মোঃ মকবুল আহমেদ,খান, মো,নাসির উদ্দিন তালুকদার, মাহবুব আলম মৃধা, তরিকুল ইসলাম টারজান, মহিউদ্দিন স্বপন, জালাল আহমেদ মৃধা, মাহবুব শিকদার, ইলিয়াস খান, কামরুল আহসান মাসুদ,আবুল বাশার, আলাউদ্দিন হাওলাদার, আমতলী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম মামুন সিকদার, যুদলের ১ নং সদস্য ও আমতলী পৌর সভার কাউন্সিলর সামসুল হক চৌকিদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রিজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ আহসান মুসা, উপজেলা ছাত্রদলের সভাপতি শোয়েব হেলাল চৌকিদার সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির সহ অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নির্দলীয় সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন। বক্তারা আরও বলেন জনবিচ্ছিন্ন সরকার জনগণের উপর ভূতের মত ভর করে আছে। এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি জনগণের দল, জনগনকে সাথে নিয়ে জনগণের অধিকার আদায়ের আমরা কাজ করে যাচ্ছি।বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।