মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।
দীর্ঘ ১০ বছর পর অবশেষে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগমী ১৬ সেপ্টেম্বর এ সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে। যুবলীগ জেলা সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে উপজেলা যুবলীগের সভাপতি,সম্পাদক পদে জীবন বৃত্তান্ত আহ্বান করেন জেলা যুবলীগ।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলে নতুন নেতৃত্ব সৃষ্টিতে কেন্দ্রের নির্দেশনায় সম্মেলনের প্রস্ততি নেয়া হয়েছে। এতে চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে যুবলীগ। সভাপতি, সম্পাদক পদ বাগিয়ে নিতে জেলা
কিংবা কেন্দ্রে লবিং তদ্বির শুরু করেছে জোরেসোরে। তবে দক্ষ, পরিশ্রমী ও ত্যাগী নেতা-কর্মীদের উপজেলা কমিটিতে পদ দেয়া হোক এনটাই দাবী তৃনমূলের নেতা-কর্মীদের।
যুবলীগের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির, পৌর যুবলীগ সাবেক সভাপতি ও এমবি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো.জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, উপজেলা যুবলীগ সহ সভাতি মো.শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ সংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু এবং পৌর যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু।জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মো.শহিদুল ইসলাম বলেন, আমরা উপজেলা সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটির দপ্তরে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত
জমা দেবো। যুবলীগ চেয়ারম্যান ও সম্পাদক মহোদয়ের সমন্বয়ে যাচাই বাছাই শেষে উপজেলা কমিটি অনুমোদন দেয়া হবে। অবশ্যই ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে নেতা
নির্বাচিত হবেন বলে তিনি সাংবাদিকদের জানান।