• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজারে এখন ড্রাগনের চাষ, স্বাদে মিষ্টি ও দামে কম/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২০৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজার শহরেএখন স্থানীয় ড্রাগনের বেশ কদর কক্সবাজার শহরের প্রধান সড়কের দুই পাশেই সারি সারি ফলের দোকান। রংবেরঙের ফল থরে থরে সাজানো। প্রায় সব দোকানেই চোখে পড়ে বড় আকৃতির লাল ড্রাগন ফল। রামু উপজেলার ফলের বাগান ‘অরণ্য’ থেকে এসব ড্রাগন ফল আনা হয় বলে জানান ব্যবসায়ীরা। আকারে বড়, স্বাদে মিষ্টি ও দামে সস্তা হওয়ায় বাজারে এই ড্রাগন জনপ্রিয় হয়ে উঠছে।

গত সোমবার বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কের শিহাব ফল বিতানে গিয়ে দেখা যায়, আপেল, কমলা, আঙুরের সঙ্গে ক্রেতারা লাল ড্রাগনও কিনছেন। দোকানের মালিক সিরাজুল ইসলাম (৪৫) বলেন, এক মাস আগেও যশোর ও ঢাকা থেকে আনা ড্রাগন বিক্রি হতো দোকান গুলোতে। সেসব ড্রাগনের কেজি ছিল ৫০০-৬০০ টাকা। এখন তিনি অরণ্যের ড্রাগন বিক্রি করেন। একেকটির ওজন ৭০০-৯০০ গ্রাম। দাম কেজিতে ৩৫০-৩৭০ টাকার মধ্যে।এই ড্রাগন বাজারে আসায় যশোরের ড্রাগনের চাহিদা কমে গেছে। কক্সবাজার ফল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি নওশা মিয়া (৬৫) বলেন, শহরের প্রধান সড়কের দুই পাশে ফলের দোকান আছে ৫০-৬০টি। এসব দোকানে, ফুটপাতে ও ফেরি করে দৈনিক কয়েক মণ ড্রাগন বিক্রি হয়। এসবের ৮০ শতাংশই অরণ্যের লাল ড্রাগন।
সাত একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে ফলের বাগান ‘অরণ্য’। কক্সবাজার শহর থেকে ১৮ কিলোমিটার দূরে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে বাগানটির অবস্থান। এর উদ্যোক্তা ব্যবসায়ী লুৎফর রহমান। তিনি বলেন, শখের বশে বাগানটি করেছিলেন তিনি। প্রথম তিন বছর লোকসান গুনতে হয়েছে। গত বছর থেকে বাণিজ্যিকভাবে তাঁর বাগানের ড্রাগন ফল বাজারে যাচ্ছে।
সরেজমিন দেখা গেল, ৮০ শতাংশ জমিতে ড্রাগনের চাষ হচ্ছে। বাগানে খুঁটি আছে ২৫০টি। একটি খুঁটিতে চারটি করে ড্রাগনগাছ বাঁধা। প্রতিটি গাছে ঝুলছে ৯ থেকে ১৫টি করে ফল। ড্রাগনের পাশাপাশি আছে বিভিন্ন জাতের আম, মাল্টা, লিচু, সৌদি খেজুর, আঙুর, রাম্বুটান, মিষ্টি জলপাই, মিষ্টি তেঁতুল, পেঁপে, বরই, পেয়ারা, বিভিন্ন জাতের লেবু, ক্যাজুবাদামের গাছ।
ড্রাগনবাগানে কথা হয় অরণ্যের পরিচালক শিরিন রহমানের সঙ্গে। তিনি বলেন, সাত দিন পরপর গাছ থেকে ড্রাগন কাটা হয়। সব মানুষ যেন ড্রাগন খেতে পারেন, এ জন্য দাম কম রাখা হয়।
বাগানের পরিচর্যার কাজে যুক্ত চাষি বকুল হোসেন বলেন, এ বছর এখন পর্যন্ত পাঁচ লাখ টাকার ড্রাগন বিক্রি হয়েছে। আরও কয়েক লাখ টাকার ড্রাগন গাছে আছে। কক্সবাজার শহর ছাড়াও রামু, ঈদগাঁও, চকরিয়া, উখিয়া, টেকনাফের বাজারে তাঁদের ড্রাগন বিক্রি হচ্ছে। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা প্রতি কেজি ড্রাগন ২৫০ টাকায় কিনে  নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ