চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ৬নং গুপ্টি (পঃ) ইউনিয়নের খাজুরিয়া,হামচাপুর,হোগলী গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। বর্ষা মৌসুমে রাস্তাটি একেবারে নষ্ট হয়ে গেছে। গ্রামবাসীরা রাস্তা নির্মানের জোর দাবি জানিয়েছেন। রাস্তাটির বেহাল দশা হলেও মেরামতের জন্য নেওয়া হয়নি কোন উদ্যোগ।
জানা যায়,লতিফগঞ্জ-উটতলী রাস্তার খাজুরিয়া গ্রামের ডাঃ ছফিউল্যা মীর সাহেবের বাড়ী দক্ষিণ পাশ হইতে হোগলী ধোপা বাড়ী হইয়া ফরিদগঞ্জ ব্রক্ষপাড়া রাস্তা অভিমূখে প্রায় এই তিন কিলোমিটার কাঁচা রাস্তা, এরই মাঝে খাজুরিয়া, হামচাপুর, হোগলী গ্রাম, সেখানে চার হাজার মানুষ বসবাস করে। দুইটা প্রাথমিক বিদ্যালয়,একটা হাই স্কুল ও মাদরাসা ছাড়াও আশেপাশের এলাকা খাজুরিয়া , হোগুলী গ্রামের হাজারো মানুষের চলাচলের প্রধান সড়ক হিসেবে ব্যবহার হয়।
কয়েকজন স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী বলেন, আমারা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদরাসা যাওয়া- আসা করি কিন্তু আমাদের এই রাস্তাটা কাঁচা হওয়ার করনে আমদের পোশাক কাদায় নস্ট হয়ে যায়। সময়মতো আমরা শ্রেনীকার্যক্রমে অংশগ্রহন করতেও সমস্যা হয়।
স্থানীয়দের মধ্যে আব্দুল মান্নান মাস্টার, জাকির মিজী,শাহাবুদ্দিন পাটওয়ারী,আরিফ খাঁন,জানে আলম চৌধুরী, অভিযোগ করে বলেন, খাজুরিয়া ,হামচাপুর ও হুগুলী গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে অতিকষ্টে চলাফেরা করে। আমাদের এই কষ্ট লাঘব করার মত কেউ নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত করতে পারছেনা গ্রামের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কাচাঁ রাস্তায় কাঁদার কারনে অটোভ্যান চলাচল করতে অনেক কষ্টসাধ্য। এরকম পরিস্থিতিতে রাস্তাটি পাকা করণের জন্য আকুল আবেদন জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
খাজুরিয়া গ্রামের অটোভ্যান,CNG,অটোরিকশা চালক আব্দুল মিজি,বিল্লাল,মুসু,আলম,রহমান, কবির,মানিক,সাকিল,রাশেদ, বাবু গাজী ও দাদন ঢালী বলেন, কাঁচা রাস্তায় যাত্রাপথে অটোভ্যানের যন্ত্রাংশ ভেঙ্গে অনেক দুর্ঘটনা ঘটছে। এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। সকল গ্রামের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে খুব দ্রত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।
স্থানীয় সবজিচাষি ভকুল,জহির,সেলিম জানান, রাস্তার বেহাল দশার কারণে আমাদের কৃষি জমি থেকে উৎপাদিত ফসল পরিবহনে বেশি টাকা গাড়ী ভাড়া দিতে হয়।