• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় স্হানীয়দের মাঝে পরিবেশবাদী সংগঠনের ফলজও বনজ ঔষধী গাছের চারা বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৭৫ পঠিত
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের  উখিয়া ও টেকনাফের রোহিঙ্গারাসহ স্থানীয়রা মিলে নির্বিচারে বৃক্ষনিধন,পাহাড়কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের চরমভাবে  ক্ষতিগ্রস্ত হয়।
সেই ক্ষতি সহনীয় পর্যায়ে  নিয়ে আসতে ওয়াটারকিপারর্স  বাংলাদেশ, ব্লু প্লেনেট ইনিশিয়েটিভ ও গ্রীণ কক্সবাজারের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ  কর্মসূচী গ্রহন করা হয়।জেলা ব্যাপী চলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এর অংশ হিসাবে স্থানীয়দের মাঝে চার হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয় উখিয়ার কুতুপালং উচ্চ  বিদ্যালয় মাঠে। নারী পুরুষের মাঝে বিতরণ করা হয় চার হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা।বিতরণকৃত এসব চারার মধ্যে রয়েছে, তাল, সোনালী, তেতুল,কাজুবাদাম অর্জুন, আমলকী,, নিম, জাম, বহেরা, হরিতকী, আকাশমনি ইত্যাদি।
কক্সবাজারের উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত ২২ অক্টোবর রবিবার সকালে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আনিসুর রহমান, এতে সভাপতিত্ব করেন   কক্সবাজার জেলা প্রেসক্লাব ও গ্রীণ কক্সবাজারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন  উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম,রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন  কোষ্টট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান ও স্থানীয় ইউপি সদস্য ইন্জিনিয়ার হেলাল উদ্দীন ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল।এ সময় উপস্থিত ছিলেন বাংলাভিশন কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার   মোর্শেদুর রহমান খোকন,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,  সদস্য শাকের বিন ফয়েজ, ডেইলি ইন্ডাস্ট্রি উখিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক সিএনএন বাংলার উখিয়া প্রতিনিধি আবদুল লতিফ বাচ্ছু।
বক্তারা বলেন, গাছ মানুষের অক্সিজেনের ভাণ্ডার, গাছ নির্মল পরিবেশের  সহায়ক,ফলজ,বনজ ও ঔষধী গাছের বহুবিধ গুনাগুন সম্পর্কে তথ্য উপাত্ত তুলে ধরা হয়। সর্বপরি গাছের ঔষধী, ফল ও বনজ গাছ মানুষকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করে।তাই প্রতিটি গাছ কে আপন সন্তানের ন্যায় যত্ম নিয়ে লালন পালন করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।বিশেষ করে উখিয়া টেকনাফের বাতাস দিন দিন বিষাক্ত হয়ে উঠেছে। রোহিঙ্গারা প্রায় ১২ হাজার একর  বন ধংস করেছে,।উখিয়া টেকনাফের  আকাশে জমা হয়েছে হাজার হাজার টন কার্বন।যা মানুষের ফুসফুসকে দ্রুত আক্রান্ত করে। ফলে অনাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দূর্যোগের ফলে প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যের উপর  পড়ছে বিরূপ প্রভাব। এমনকি পাহাড় বৃক্ষ নিধনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর ও নেমে গেছে অনেক নীচে। যার ফলে দেখা দিয়েছে সুপেয় পানীয় জলের তীব্র সংকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ