• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোরহানউদ্দিনে বাজার কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক,,,,দৈনিক ক্রাইম বাংলা ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা , সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জনের নির্দেশ,,,,,দৈনিক ক্রাইম বাংলা মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে বাপ-বেটাসহ বৃদ্ধ কে আটকে মারধর/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সম্পাদককে কুপিয়ে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

সড়কের পাশে পড়ে থাকা ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

যোগেশ ত্রিপুরা (রামগড়)।। / ১৩৬ পঠিত
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

যোগেশ, ত্রিপুরা (রামগড়)।।

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার পাহাড়ীঞ্চল কৃষি গবেষণা মজিদের সড়ক পাশে পড়ে থাকা ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
২৩ অক্টোবর সোমবার ভোর বেলায় রামগড় উপজেলা, পৌর সভায় ০৩নং ওয়ার্ডে, মাষ্টার পাড়া বাগানের কোনা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। মজিদে ফজরের নামাজ পড়তে আসা লোকজনে দেখেন – মজিদ সড়কে পাশে পড়ে থাকা ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ।লাশটি নুরুল আলম নামে চিহ্নিত করে এলাকার লোকজন। লোকজন সাথে সাথে রামগড় থানা পুলিশকে অবিহিত করলে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে লাশটি কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।এখন লাশটি সুরতহাল করা হয়েছে। এলাকার লোকজন জানান যে- মৃত ব্যক্তিটি মো: নুরুল আলম( ৫০) পাহাড়ীঞ্চল কৃষি গবেষণার (সয়েল বাগানের) সাবেক কর্মচারী ছিলেন।তিনি রামগড় পৌর সভার তৈচালা পাড়া এলাকার ০৬ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা মো:সুলতান আহম্মদের বড় ছেলে।মৃত নুরুল আলমের স্ত্রী ২ সন্তানের জনক/জননী।সুলতান আহম্মদ জনান যে-নুরুল আলম তার স্ত্রী ও দুই সন্তান একই বাড়িতে বসবাস করে। তার ছেলে একজন মানসিক ভারসাম্যহীনে অনেক দিন আগেই থেকে ভুগছিলেন।পাহাড়ীঞ্চল কৃষি গবেষণায় তার চাকুরী ছিলো।মানসিক ভারসাম্যহীনতা কারণে নুরুল আলম চাকুরিচ্যুত হন। তিনি সবসময় রাস্তা -ঘাটে দিন -রাত কাটাতেন এবং দুই চার দিন পরে বাড়িতে যেতো আবার বাড়ি থেকে চলে আসতেন মানসিক ভারসাম্যহীন নুরুল আলম । আরো জানান যে – নুরুল আলম প্রায় মানুষের কাছ থেকে ৫টাকা১০ টাকা চাইতেন, লোকজন ও তাকে টাকা দিতেন এবং ওই টাকা দিয়ে সেই বিড়ি, সিগারেট, চা-নাস্তা খেয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন নিজে নিজে কথা বলতেন ও হাঁসতেন আর রাস্তায় পড়ে থাকা কিছু বই বা কাগজ পত্রিকার টুকরো কালেকশন করে পড়তেন।মাঝে মাঝে নুরুল আলম ইংলিশে লিখতেন ও কথা বলতেন।নুরুল আলম একস্থানে স্থীর থাকতো না। সবসময় হাঁটা হাঁটিতে ব্যস্ত থাকে নুরুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ