• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজার লাগোয়া বান্দরবানের ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসনের ৪৭ কক্ষ বিশিষ্ট ট্রানজিট ক্যাম্পের নির্মান কাজ শুরু/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৫৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাষ্টম লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যািবাসনের ট্রানজিট ক্যাম্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পাহাড় পাড়া মাঠে এ ট্রানজিট ক্যাম্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মিত্র কন্সট্রাকশান।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের অধীনে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনের তত্বাবধানে এ ক্যাম্প নির্মাণ কাজ শুরু করে সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে। প্রাথমিকভাবে মাটি লেবেলিং এর কাজ, ঘেরাও এর কাজ জোরেশোরে চলছে। এছাড়াও  নির্মাণ শ্রমিকদের জন্য শেড তৈরী সহ প্রথম ধাপের কাজ হচ্ছে। পরের ধাপ হবে ট্রানজিট ক্যাম্পের মূল ঘর তৈরীর কাজ।
সংশ্লিষ্ট সূত্র গুলো জানান, ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পাহাড় পাড়ায় আরআরআরসি কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্ধারিত স্থানে ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক ট্রানজিট ক্যাম্পটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে সরকারী জমিতে। যেটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত ছিলো।
উক্ত কাজের শুরুতে দশজন শ্রমিকের মাধ্যমে ট্রানজিট ক্যাম্প আগের ধাপের কাজ হচ্ছে। যা টিন দিয়ে ঘেরাও এর কাজ শুরু করছে তারা।
সূত্র দাবী করেন, ট্রানজিট ক্যাম্প নির্মাণ কাজ শেষ হলে তালিকা সম্পন্ন করা রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্যে এ ট্রানজিট ক্যাম্পে  রাখা হবে স্বল্পদিন। তারপর তাদের মিয়ানমারে পার করে দিতে প্রত্যাবাসন অফিস হয়ে মিয়ানমার কতৃপক্ষের কাছে  হস্তান্তর করবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় (আৃরআরআরসি)।
সেই ট্রানজিট ক্যাম্প নির্মানের জন্যে জমি বরাদ্দ নেয়া হয় ৩.৩০ একর। পাশে আরো ৮/১০ একর খাস জমি এখানো খালী রয়েছে।
এ বিষয়ে নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, মূলত এটি সরকারের নির্দেশে করা হচ্ছে যথাযত নিয়মে। যা যথাসময়ে শেষও করতে হবে। সোমবারের কাজ গুলো মূল কাজের আগের ধাপ।
উল্লেখ্য, তুমব্রু পশ্চিমকূল পাহাড়পাড়ার উক্ত স্থানে ৪৭ (সাতচল্লিশ) টি টিন শেড ঘর,১ (একটি) কনফারেন্স রুম ও ১০ (দশ) টি ওয়াশরুম তৈরি করা হবে বলে সুত্র নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ