• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেসবুক পোস্টে ডাকসুর ফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা শিক্ষার্থীরা যদি এটিই রায় মনে করেন, আমি সম্মান জানাই: জিএস প্রার্থী হামিম,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আদালতের স্থগিতাদেশের ফাঁদে বিপুল পরিমাণ ঋণের টাকা,,,,,দৈন ক্রাইম বাংলা ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ের দারপ্রান্তে শিবির প্যানেল,,,,,দৈনিক ক্রাইম বাংলা বোরহানউদ্দিনে বাজার কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে কিশোরকে হত্যা করে ইজিবাইক ছিনতাই/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৫৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং শফিরবিল এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

নিহত কিশোর উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাদারবনিয়া এলাকার ফরিদ আলমের ছেলে নুরুল আবছার। সে মেরিনড্রাইভে নিয়মিত ইজিবাইক চালায়।

এই বিষয়ে স্থানীয়রা জানায়, সোমবার (১৩ নভেম্বর) বিকেলে হোটেল রয়েল টিউলিপের পরে মেরিনড্রাইভ রোডের পূর্বপাশে ঘনজঙ্গল থেকে দুর্গন্ধ ছড়ালে সেখানে গিয়ে মৃতদেহটি মুখবাঁধা অবস্থায় দেখতে পায় স্হানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেয়।
নিহত আবছারের বাবা ফরিদ আলম জানায়, গত কয়েকমাস আগে ইজিবাইকটি কিনে দেয় তার ছেলেটিকে এবং সে মেরিনড্রাইভে নিয়মিত ইজিবাইকটি নিয়ে যাত্রী পরিবহণ করতেন। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে তাঁর ছেলের ইজিবাইকটি ভাড়া করে জালিয়া পালংয়ের ছেপটখালি এলাকার কয়েকজন লোক ইনানী আসার কথা বলে ছেপটখালি থেকে ফেরার পথেই সেদিন রাতেই নিখোঁজ হন তাঁর ছেলে আবছার,এরপর থেকে কোথাও খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা ফরিদ আলম।
তিনি আরও জানান, এলাকার চিহ্নিত কয়েকজন মানবপাচারকারী তাঁর ছেলেকে টার্গেট করে হত্যা করেছে ইজিবাইকের ছিনতাইয়ের জন্য, এবং তাঁদের নামে তিনি জিডিও করেছেন বলে জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আরও জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন আছে। ইজিবাইকটি উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টায় আছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে এর আগেও একই এলাকায় বেলাল নামে এক ব্যক্তির ইজিবাইক (মিনি টমটম) ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরাও পড়েন কয়েকজন ছিনতাইকারী।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সকল আইনপ্রয়োগকারী সংস্থাদের প্রতি আহবান জানিয়েছেন   পিতা ফরিদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ