• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে চালু হল বিশ্বের তৃতীয় অমনি প্রসেসর প্লান্ট/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৪৮ পঠিত
আপডেট: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
ককক্সবাজারে বিশ্বের তৃতীয় অমনি প্রসেসর প্ল্যান্ট চালু হয়েছে। প্লানটি রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন করা হয়েছে।অমনি প্রসেসর যা দিয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ, ডিস্টিল্ড ওয়াটার ও অ্যাশ উৎপাদন করা হয়। সেনেগাল ও ভারতের পর এই প্রকল্প পরীক্ষামূলক চালু হয়েছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে। কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মঞ্জুর বলেন, প্রকল্পটি বাংলাদেশের প্রথম এবং বিশ্বের মধ্যে তৃতীয়। এখানে প্রতিদিন ছয় টন শুকনো পয়োবর্জ্য, পাঁচ টন জৈব ব্যর্জ, পাঁচশ কেজি প্লাস্টিক বর্জ্য পরিশোধন করা যায়। এ থেকে প্রতিদিন ৬০-৭০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। উৎপাদিত বিদ্যুৎ দিয়েই মূল প্রকল্পের সকল যন্ত্রপাতি চালু রাখা হয়। এর জন্য জাতীয় গ্রিডের বিদ্যুৎ বা ভিন্ন কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না।
বর্জ্য পরিশোধনের মাধ্যমে প্রতিদিন গড়ে এক হাজার লিটারের বেশি ডিস্টিল্ড ওয়াটার উৎপাদন হয় বলে তিনি জানান। ‘ডিস্টিল্ড ওয়াটার’ নামের এই বিশেষ পানি বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়। এই পানি বাজারজাত করা যাবে জানিয়ে আবুল মঞ্জুর বলেন, একই সঙ্গে প্রকল্প থেকে প্রতিদিন গড়ে উৎপাদিত হচ্ছে এক-দেড় হাজার কেজি অ্যাশ (ছাই) যা সিমেন্ট তৈরিসহ নানা কাজে ব্যবহার করা হয়।
তিনি বলেন, বর্তমানে চুক্তিমতে ভারতের অংকুর সায়েন্টিফিক তার নিজস্ব দক্ষ জনবল দিয়ে প্রকল্পটি পরিচালনা করছে। দুই বছরের মধ্যে অংকুর বাংলাদেশের এসআর করপোরেশনের নিজস্ব লোককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলবে। এরপর প্রকল্পটি এসআরকে বুঝিয়ে দেবে।
গত শনিবার এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি সহায়তা প্রকল্পের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উখিয়ার কুতুপালং ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে ৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের অক্টোবর। অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
দেশে-বিদেশে সরকারি-বেসরকারি অন্য যেসব পরিশোধনাগার আছে সেখানে প্লাস্টিক বা নোংরা পানি বা অন্য বর্জ্য আলাদাভাবে পরিশোধন করা যায়। অমনি প্রসেসরের বিশেষত্ব হলো এখানে প্লাস্টিক, নোংরা পানি বা অন্য সব বর্জ্য পরিশোধন করা যায় এবং একই সঙ্গে বিদ্যুৎ, ডিস্টিল্ড ওয়াটার ও ছাই উৎপাদন হয়। ২০১২ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ‘অমনি প্রসেসর’ নিয়ে কাজ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ