• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাদ দিতে ইসিতে দাবিপত্র,,,, বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন না চাওয়ার চেষ্টা করছে,,,

রহস্য আর ত্রিপাঠি-জয়ার রসায়নে ট্রেলার চমক/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ২০৬ পঠিত
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

না, বলিউড শুনেই খুশিতে গদগদ হয়ে ছবিটিতে যুক্ত হননি জয়া আহসান। বরং নিজের চরিত্রের গভীরতা, প্রভাব মেপেই পা দিয়েছেন মুম্বাই নগরীতে। সোমবার প্রকাশ্যে আসা ট্রেলার দেখে অন্তত এমনটাই মনে করছেন দর্শক-সমালোচকরা। যেখানে জয়ার উপস্থিতি, চরিত্রের অবস্থান দুটোই উল্লেখযোগ্য। বলা হচ্ছে, হিন্দি ছবি ‘কড়ক সিং’র কথা। এটি জয়ার প্রথম বলিউড সিনেমা। যেখানে তিনি পর্দা ভাগ করে নিয়েছেন সময়ের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। প্রকাশ্যে আসা পৌনে তিন মিনিট দৈর্ঘ্যরে ট্রেলার দেখে যদিও গল্পের তলা অব্দি যাওয়া অসম্ভব। তবে প্রাথমিক কিছু ধারণা মেলে। এ কে শ্রীবাস্তব (পঙ্কজ ত্রিপাঠি) নামের এক ব্যক্তি রেট্রোগ্রেড অ্যামনেশিয়ায় আক্রান্ত হয়ে অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। এরপর তার কাছে এসে সম্পর্কের গল্প শুনিয়ে পরিচয় দিতে চায় কন্যা, প্রেমিকা ও অফিসের বস। কিন্তু শ্রীবাস্তব কাউকেই চিনতে পারে না। সত্যিই চেনে না, নাকি না চেনার ভান? কিংবা যারা তার কন্যা, প্রেমিকা কিংবা বসের পরিচয় দেয়, তাদের মধ্যে কার গল্পটা সত্য? এমন বিভিন্ন রহস্য জমাট বাঁধে ট্রেলারে। যেটা উন্মোচিত হবে পুরো সিনেমায়। ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর প্রেমিকা ন্যায়না চরিত্রে অভিনয় করেছেন জয়া। ট্রেলারে কখনও তাদেরকে রেস্তোরাঁয় ডেট করতে, কখনও বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। রহস্যের ভিড়ে তাদের রসায়ন ছবিটিতে ভিন্ন স্বাদ যোগাবে বলে মনে করছে দর্শক। এদিকে ট্রেলারটি পোস্ট করে জয়া আহসান লিখেছেন, ‘একটি ঘটনা, চারটি গল্প, একটি অস্পষ্ট সত্য। কড়ক সিং কি তার সত্যটা খুঁজে বের করতে পারবে?’ ছবিটি নিয়ে পঙ্কজ ত্রিপাঠি বলেছেন, ‘আমি এর আগে যত চরিত্রে কাজ করেছি, কড়ক সিং তার চেয়ে একেবারে ভিন্ন। এরকম একটি চরিত্রে অভিনয় করাটা খুব উপভোগ করেছি। সেই সঙ্গে কয়েজন অসাধারণ মেধাবী মানুষের সঙ্গে কাজের সুযোগ হলো; যেমন- পার্বতী, জয়া এবং তরুণ-প্রাণবন্ত সানজানা। প্রত্যেকের সমন্বিত চেষ্টায় চিত্রনাট্যের পাতা থেকে গল্পটা পর্দায় উঠে এসেছে।’ উল্লেখ্য, ‘কড়ক সিং’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ও জয়া আহসানের সঙ্গে রয়েছেন বলিউডের সানজানা সাঙ্ঘি, মালায়লাম তারকা পার্বতী থিরুবথু প্রমুখ। আগামী ৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে ছবিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ