দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ মহান স্বাধীনতার ইশেতহার পাঠক, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মৃত্যুর খবর শুনে তার বাসায় ছুটে গিয়েছেন বিএনপি নেতারা।মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গুলশানের বাসায় অ্যাম্বুলেন্সে রাখা শাহজাহান সিরাজের মরদেহে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন কাঁচঘেরা মরদেহের সামনে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন।শ্র্রদ্ধা নিবেদনের সময়ে দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের ছেলে আবেদ আহমেদ প্রমুখ ছিলেন।পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘তার (শাহজাহান সিরাজ) এই চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। এই শূন্যতা পূরণ হবার নয়। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শোক জানাচ্ছি এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি, তিনি যেন তাকে বেহেস্ত নসিব করেন।”পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরে বলেন, ‘শাহজাহান সিরাজ বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ চির অম্লান হয়ে থাকবে ।