মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকের মনোনীত প্রার্থী মাওঃ মোঃ শাহ আলম নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বলেন নোয়াখালী-১ আসনের ভোটারগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
বুধবার নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিকেল থেকে রাত পর্যন্ত চাটখিল-সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় চেয়ার মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গনসংযোগ করেন চাটখিল উপজেলার বানসা বাজার ,পাল্লা বাজার, খিলপাড়া বাজার, হিরাপুর স্কুলের সামনে, মানিকপুর, বদলকোট বাজার, ইসলাম পুর ও সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী শহরে, বাংলা বাজার, হাটগাও।
নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র সদস্য সচিব মাওঃ মোঃ রাশেদ আলম, নোয়াখালী জেলা ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র সহ-কোষাধ্যক্ষ আব্দুল জলিল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মাওঃ শাহ আলম জানান, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকলকে ভোট কেন্দ্র গিয়ে নিজ ও পরিবারের ভোটাধিকার প্রয়োগ করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি চাটখিল-সোনাইমুড়ী আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন, প্রিয় নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি বাসি আমরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে এক তরফা নির্বাচন প্রতিরোধ করেছি, আমার চেয়ার মার্কা জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকলে জনগণের বিজয় হবো।