• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

ভোলার ৪টি আসনে প্রস্তুতি সম্পন্ন।রাত পোহালেই ভোট। ভোটারের অপেক্ষা/দৈনিক ক্রাইম বাংলা। 

নুরুল আমিন।। / ১৭০ পঠিত
আপডেট: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

শুরু হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাত পোহালেই ভোট। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ভোলা জেলা নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম। এখন শুধু অপেক্ষা ভোটারের।
কঠোর নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ভোলার চারটি আসনে জাতীয় সংসদ নির্বাচন। ভোলার চারটি আসনে নেয়া হয়েছে ৬ ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ৫২৬টি কেন্দ্রের মধ্যে ২২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনী মাঠে সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল থেকে ২৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজেপি, পুলিশ, এলিটফোর্স ও আনসার। চারটি আসনে মোতায়েন করা হয়েছে ১১ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৬টি টিমের পাশাপাশি রয়েছে ৫৪টি মোবাইল টিম ও ১০টি স্ট্রাইকিং ফোর্স।
দ্বীপ জেলা ভোলাতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়েছেন ৮২১ জন নৌবাহিনী, ১৮৩ জন বিজিবি, ১৭০৫ জন পুলিশ, ৩৪০ জন কোস্টগার্ড ৬৫৫৩ জন আনসার।
ভোলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার ৭৫২ জন। পুরুষ ভোটার সংখ্যা ৮ লক্ষ ৭৬ হাজার ১৮ জন। নারী ভোটার সংখ্যা ৭ লক্ষ ৪৬ হাজার ১২০ জন।
দূরের কেন্দগুলোতে আগেভাগে ব্যালট পাঠানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। বাকি কেন্দ্রগুলোতে রাতে ও সকাল নাগাদ ব্যালট পাঠানো হবে।
ভোলার চারটি আসনে রয়েছে নৌকা মার্কার হেভিওয়েট প্রার্থী। ভোলা-১ আসনে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে তিনবারের নির্বাচিত এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা ১, ২ ও ৪ আসনে তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী নেই। তবে ভোলা-৩ আসনে আইনি জটিলতায় সংসদ সদস্য পদ হারানো সাবেক সাংসদ মেজর (অবঃ) জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলেও মাঠে তেমন একটা দেখা যায়নি। ভোলার চারটি আসনে নৌকা মার্কার প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন প্রার্থী ও নেতৃবৃন্দ।
জেলা নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করার পরেও ভোটের দিন বিএনপির হরতাল কর্মসূচি ঘিরে ভোটারদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজমান। সকল উদ্বেগ উৎকণ্ঠা পিছনে ফেলে কেন্দ্রে ভোটার উপস্থিত করতে ব্যস্ত নৌকা মার্কার হেভিওয়েট প্রার্থীরা।
ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, কেন্দ্রের ভেতরে ও বাহিরে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। কোনো ধরনের জাল ভোট হলে সেই কেন্দ্রের প্রিজাইটিং অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ