• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

নোয়াখালীতে কাপড়ের রং ও নোংরা পরিবেশে কেক তৈরির অপরাধে জরিমানা ও বেকারি বন্ধ/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে আবাসিক বাড়িতে গড়ে উঠেছে অনুমোদনহীন জন্মদিনের কেক তৈরির কারখানা। যেখানে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, মানবদেহের জন্য ক্ষতিকর ক্যামিকেল ও কৃত্রিম রং। অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত অর্থ দন্ড ও বেকারি বন্ধ করে দিয়েছেন ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ বেকারি নোংরা পরিবেশ ও কাপড় রং ব্যবহারের অপরাধে বেকারি বন্ধ ও নগদ অর্থ ২০ (বিশ) হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত রবিন (২৬) লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,
আবাসিক বাড়ির ৩টি রুমে তৈরি হচ্ছে জন্মদিনের কেক। গত এক বছর থেকে রবিন চাটখিল উপজেলা প্রশাসন ও থানার পার্শ্ববর্তী পৌরসভার ৩নং ওয়ার্ড সুন্দর পুর গ্রাম বিপ্লবের বাড়ীর তিনটি রুম ভাড়া নিয়ে কয়েকজন কারিগর দিয়ে রাতের অন্ধকারে কাপড়ের রং, বিভিন্ন ক্যামিকেল ও কৃত্রিম রং দিয়ে কেক তৈরি করে ভোরে নোয়াখালীর চাটখিল ও লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কনফেকশনারি ও মিষ্টি দোকানে দীর্ঘ দিন ধরে সরবরাহ করে আসছে। এ সব খাদ্য দ্রব্য মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন চাটখিল-রামগঞ্জ সড়কের উত্তর পাশে সুন্দরপুর গ্রামে অবস্থিত অবৈধ বেকারিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রবিনকে ২০ (বিশ) হাজার টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি করা কারখানাটি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন ।
ভেজাল খাদ্য দ্রব্য তৈরি প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযাণ অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইনসপেক্টর নুরুল ইসলাম ও চাটখিল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ