পঞ্চগড় প্রতিনিধি ঃমোঃ আলমগীর হোসাইন (নয়ন)ঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড় সদর ইউনিয়নের সর্দার পাড়া আশ্রায়ন কেন্দ্র গুচ্ছগ্রামের দুইশতাধিক গাছের চারা রোপন করেন। ২০শে জুলাই সোমবার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোজাহারুল হক প্রধান এমপি পঞ্চগড়০১ পঞ্চগড় সদর উপজেলায় সর্দার পাড়া আশ্রায়ন কেন্দ্র গুচ্ছগ্রামে কর্মসূচির উদ্বোধন করেন । পঞ্চগড় বন বিভাগের আয়োজনে এলাকায় অবস্থিত গুচ্ছগ্রামটির চারপাশে বিভিন্ন প্রকার বনজ. ফলজ. ও ঔষধি গাছ লাগান এবং উদ্বোধনী ঘোষণা করেন।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোজাহারুল হক প্রধান এমপি বলেন বঙ্গবন্ধুর ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজনে।
তিনি আরও বলেন,‘করোনা মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। আজ আমি বা আমার পরিবার শুধু ভালো বা নিরাপদে থাকলেই হবে না।দেশবাসী ও বিশ্ববাসী ভালো থাকলেই কেবল আমরা ভালো থাকব। তাই আপনারা সকলে স্বাস্থ্য বিধি মেনে চলবেন। সকলেই গাছ লাগাবেন। এছাড়া এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ভূমিকা রেখেছেন তাঁদের সবাইকে তিনি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানান। বৃক্ষ রোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃআজিজার রহমান, ইউপি সদস্য মোঃ সিরাজুল হক প্রধান এছাড়া স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ ছিলেন বলে জানা যায়।