• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

জিমন্যাস্টিকসে শিশু-কিশোরদের উৎসবমুখর দিন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১১৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

শিশু-কিশোরদের কোলাহলে মুখরিত জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো জিমনেসিয়াম। ম্যাটের ওপর রিদমিক জিমন্যাস্টিকসে ব্যস্ত এক কিশোরী। পাশের ফ্লোরে বসে তাকে সমস্বরে উৎসাহ দিচ্ছে আরেক দল ছেলেমেয়ে।
পল্টনের এই জিমনেসিয়ামে আজ  মঙ্গলবার দিনব্যাপী হয়ে গেল ‘বঙ্গবন্ধু ১ম আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে সারা বাংলাদেশ থেকে আসা ৫৬টি স্কুলের ২৫০ জন জিমন্যাস্টস। এ উপলক্ষ্যে জিমনেসিয়ামে সারা দিন লেগে ছিল কচিকাচার মেলা।
বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম আয়োজন করা হলো স্কুলের প্রতিযোগিতা।

দিনাজপুর কালেক্টরেট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকায় এসেছে তাসকিন আহমেদ। পঞ্চম শ্রেণীর ছাত্র ফ্লোর এক্সারসাইজে সোনা জয়ের পর বলছিল, ‘এখানে খেলতে এসে খুবই ভালো লাগছে। আমার আনন্দ আরও বেড়ে গেছে যখন মেডেলটি পেয়েছি।”

দিনাজপুর থেকে উঠে এসেছেন কিংবদন্তি জিমন্যাস্ট রওশন আক্তার ছবি। সেই জেলা থেকেই এবার স্কুল জিমন্যাস্টিকসে এসেছে ৩২ জন জিমন্যাস্টস। এদের মধ্যে ৬টা পদক জিতেছে স্কুলটি।
স্কুলটির কোচ আজমেরি সুলতানা নিজেও একজন সাবেক জিমন্যাস্ট। ঢাকায় এসে উচ্ছ্বসিত আজমেরি বলছিলেন, “মাত্র ৩ মাসের প্রস্তুতি  নিয়ে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে। আমরা ভাবতেও পারেনি এত চমৎকার প্রতিযোগিতা হবে।”
দিন ব্যাপী আয়োজনে যারা ইভেন্টে জিতেছে তারা স্বাভাবিকভাবেই পদক পেয়েছে। কিন্তু অংশ নেওয়া সব জিমন্যাস্টদেরই দেওয়া হয়েছে একটি করে সার্টিফিকেট ও পদক।
রূপকথা মল্লিক পড়ছে রাজধানীর বনশ্রী ড্রেক্সেলা ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেনীতে। খুদে এই জিমন্যাস্ট প্রথমবার অংশ নিয়েই জিতেছে ব্রোঞ্জ। বাবা রিপন লাল মল্লিক ল ফার্মে চাকরি করেন। মেয়েকে জিমন্যাস্টিকসে আনতে পেরে খুশি তিনি, ‘গত দুই বছর ধরে সে জিমন্যাস্টিকস শিখছে। ওর আগ্রহের কারণে এখানে খেলা শেখাই। আজই প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবং পদকও পেয়েছে। খুব ভালো লাগছে আমার।”
জ্যোতি সাহার মেয়ে নবনীতা সাহা পড়ছে ভিকারুন নিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণীতে। মোবাইল ফোন, ভিডিও গেমসসহ বিভিন্ন ডিজিটাল প্লাাটফর্মের আসক্তি ছেড়ে মেয়েকে জিমন্যাস্টিকসে দিতে পেরে আনন্দিত তিনি, “এই প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ইউটিউবে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু এসব নেশা থেকে দূরে রাখতে আমি মেয়েকে জিমন্যাস্টিকসে এনেছি। সে এখানে সময় যেমন কাটাতে পারছে, খেলাধুলার মাধ্যমে শরীরও ফিট রাখতে পারছে। এটা অনেক ইতিবাচক দিক আমাদের জন্য

দেশের অনেকগুলো অজনপ্রিয় খেলার একটি জিমন্যাস্টিকস। কিন্তু এই খেলাটিকে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য কাজ করে চলেছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চ্যালেঞ্জটা নিয়ে বলছিলেন, “আমাদের হাই পারফরমার অনেক আছে। কিন্তু জেনে না জেনে অনেকে শারীরিক কসরৎ করে। এদের আসল জিমন্যাস্টিকসের অভিজ্ঞতা দিতে সভাপতির সঙ্গে আলোচনা করি। আগেই আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে হয়নি। শেষ পর্যন্ত  সারা দেশ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের এনে প্রতিযোগিতা আয়োজন করেছি। কাজটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এখানে অভিভাবকদের প্রচুর সাড়া পেয়েছি। বাচ্চারা যখন জিমে ঢুকছিল খুব রোমাঞ্চিত ছিল।”
পুরো আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে শেলটেক ও ইলেকট্রোমার্ট। ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন দেশে জিমন্যাস্টিকসের নতুন প্রতিভা খোজার অন্যতম উদ্যোগ হিসেবে দেখছেন এই আয়োজন। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলছিলেন, “মামুন স্যারকে এই পরিকল্পনা জানাতেই তিনি নানা ভাবে সহযোগিতা করেছেন। তাছাড়া সারা দেশ থেকে আসা প্রচুর জিমন্যাস্টের আবাসান ও যাতায়াতের ব্যবস্থা করেছে ফেডারেশন। আমাদের কোরিয়ান কোচ নতুন প্রতিভাবান জিমন্যাস্ট বাছাই করে তাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে।”
বঙ্গবন্ধু  ১ম আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতা  শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুব আরা গিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ