• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর বদলগাছী আধায়পুর ইউনিয়নে হিন্দু বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালংকার লুট/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় হোটেলের ময়লা পানি ও টাংকির বর্জ্যে অতিষ্ট পর্যটকসহ এলাকাবাসী,,,দৈনিক ক্রাইম বাংলা মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র সভা,,,,,দৈনিক ক্রাইম বাংলা হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

চরফ্যাশনে আলেম পরিবারের উপর সন্ত্রাসী হামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ শাহিন আলম।। / ১৫৯ পঠিত
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ভোলা দক্ষিণ প্রতিনিধি।। 

ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড নিবাসী, প্রবীণ আলেম, জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেবের পরিবারের উপর নিশংসভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়।

সরেজমিনে জানা গেছে, জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেবের রেকর্ডি সম্পত্তি নিয়ে ওই ওয়ার্ডের বাসিন্দা জনাব মোঃ অদুদ মাঝি জোর জবরদস্ত পূর্ব দখলের প্রচেষ্টা চালায়। উক্ত বিষয়ে ইউনিয়ন পরিষদ একাধিকবার সমাধান করার পরেও অদুদ মাঝি তা মেনে নেয়নি। অবশেষে ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক,জনাব মোঃ ফিরোজ মিয়া বিষয়টা সমাধান করে দেন।সেই সমাধানের প্রেক্ষিতে ৩/৩/২০২৪ রোজ বুধবার মাওলানা ওফয়দুল্লাহ সাহেব, ওই জমির উপর ঘর তুলতে গেলে ও আঃ অদুদ মাঝি তার সঙ্গপঙ্গ নিয়ে মাওলানা ফয়জুল্লাহ সাহেবের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় মাওলানা ফয়জুল্লাহ সাহেবের পরিবারের চারজন আহত হয়।আহতরা হলেন (১)মাওলানা ফয়জুল্লাহ সাহেবের স্ত্রী বিবি রহিমা (২)মৌলানা ফয়জুল্লাহ সাহেবের মেয়ে,মোছাম্মদ জুয়েনা (৩) মওলানা ফয়জুল্লাহ সাহেবের ছেলে মোঃ আতাউল্লাহ (৪) মাওলানা ফয়জুল্লাহ সাহেবের সেই ঘটনাকে কেন্দ্র করে ১৭-৪-২৪ ইং দুপুর ২.ঘটিকার সময় চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এলাকায় বিচারকার্য অনুষ্ঠিত হয়, বিচারকগণ হলেন (১) আঃ জলিল (২) মহাসিন সাল (৩)মহিউদ্দিন সাল (৪)জাহাঙ্গীর তালুকদার সহ আরো অনেকে।উক্ত বিচারে ক্ষতিপূরণ হিসাবে আঃ অদুদ মাঝি সহ হামলা কারীদেরকে এক লাখ টাকা জরিমানা করেন এবং বিশ বেত করে ধার্য করেন, আলেম পরিবারের উপর হামলা করায় এই বিচারটি স্থানীয় জনগণ মেনে নিতে পারিনি। তাই সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উক্ত বিচার বৈঠকে অপরাধীদেরকে মারধোর করেন, বিচারকগণ বাধা দিলে বিচারকগণকে ও মারধর করেন। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তি দৈনিক ক্রাইম বাংলাকে জানান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অরাজকতা সৃষ্টি হয়েছে এবং আলেম পরিবারের উপর হামলার তীব্র নিন্দা জানান, তিনি আরো বলেন আঃ অদুদ মাঝি এবং তার সাঙ্গপাঙ্গ সহ পূর্বে এলাকায় আরো অনেক অরাজকতা সৃষ্টি করেছেন। জাকির হোসেন বলেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মাওলানা ফয়জুল্লাহ সাহেব জানান তার পরিবারের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তিনি এর নিরপেক্ষভাবে ন্যায় বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ