• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি,,,, রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা,,, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক,,,, মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,,,, বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলের অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান,, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,,, সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,, পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,,

ঝালকাঠিতে বিএনপি মতবিনিময় ও দোয়া/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১২৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর অংশগ্রহণ করেছেন। শুক্রবার বাদ জুমাআ নেছারাবাদ দরবার শরীফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎবরণকারী ও আহতদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন আমিরুল মুছলেহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জিয়া পরিষদের জেলা সম্পাদক মো: আক্তার হোসেন রিপন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলামসহ ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ। মাহবুবুল হক নান্নু মিলাদের পর হযরত মাওলানা আলহাজ¦ আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। এর আগে সকালে তিনি নলছিটিতে বিভিন্ন স্থানে সাংগঠনিক কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি সাংবাদিকদের সাথে বাংলাদেশের বর্তমান অবস্থায় বিএনপি কার্যক্রম সর্ম্পকে অবহিত করেন। রাজনৈতিক কর্মকা-ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন, সাবেক সাধারন সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব শামিম তালুকদার, নাচনমহল ইউপি চেয়ারম্যান আবদুস সালাম ও হাইকোর্টের এ্যডভোকেট নাজমুল হক লাভু।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব চত্বরে গণ সমাবেশে প্রধান অতিথি ছিলের বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা আলহাজ¦ ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম সিরাজী। তিনি বলেন, বৈষম্য, খুন, গুম, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন এর বিরুদ্ধে সংগ্রাম করে সহ¯্র শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে একদল দুষ্কৃতিকারী বিজয়ের পর থেকে আলাও, পোড়াও, পূণ্ঠন, জুলুম ও নির্যাতন শুরু করেছে। যা কোন ভাবেই কাম্য নয়। স্বৈরাচারের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে দেশ ছাড়া করেছি তেমনি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আমরা সংঘাত চাই না, জুলুম চাইনা এবং কোন প্রতিশোধ চাই না। যারা অপরাধি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চাই। এবং সবাই ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে একটি বৈষমাহীন, সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই।

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারির ডা. মোঃ শাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় গন সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাওঃ আহসান উল্লাহ খান, সহ সভাপতি মাওঃ আবদুল কুদ্দুস মল্লিক, জয়েন্ট সেক্রেটারি জনাব মনির হোসেন খান। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি জনাব মোঃ আবদুল কুদ্দুস, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ কারী ইব্রাহিম আল হাদি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলিল প্রমুখ নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ