বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযোদ্ধা,ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জম্মবার্ষিকী বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। আজ বুধবার বাদ আছর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে সদরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি হেমায়েত উদ্দিন সরদার, উপজেলা আওয়ামীলীগ নেতা আ.ছত্তার মোল্লা,শাহিন আলম সেরনিয়াবাত(টেনু), আবুল বাশার হাওলাদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার,মোঃ শহিদুল ইসলাম পাইক সাধারণ সম্পাদক বাকাল ইউনিয়ন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সহ-সভাপতি লিটন আব্দুল্লাহ, মোঃ জাকির তালুকদার, শহিদ তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ত্র্যাড.আবুল কাসেম সরদার, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ দলের বিভিন্ন নেতা-কর্মীরা। দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।
মিলাদ পূর্বক শহীদ শেখ কামালের রুহের মাকফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।