• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

মানবকল্যানে এক ব্যতিক্রমী ভাবনায়, এ্যাডভোকেট সুনাম দেবনাথ বরগুনায়।

রিপোর্টার: / ৩৮০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০


মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ 
নিলামে ছবি বিক্রির পুরো টাকা “আমাদের জন্য আমরা” সংগঠনকে হস্তান্তর করেছে সুনাম দেবনাথ। সাতটি ছবি নিলামে বিক্রি করে ১ লাখ ৭ হাজার টাকা পাওয়া যায়। যার পুরো টাকা সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে। এর পর আনুষ্ঠানিক ভাবে বৃহঃস্পতিবার (৬ আগষ্ট) রাত আটটার দিকে বরগুনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সল্প পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে ১ লাখ ৭ হাজার টাকা “আমাদের জন্য আমরা”র উদ্যোক্তা এবং সমন্বয় মুশফিক আরিফের কাছে হস্তান্তর করেন এ্যাডভোকেট সুনাম দেবনাথ।
এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা এবং তার পরিবারের পক্ষ থেকে ১০ হাজার টাকা দিয়েছেন। এই টাকা ব্যয় হবে বরগুনা জেনারেল হাসপাতালের সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসার জন্য।
এসময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট সঞ্জীব দাস, সামাজিক আন্দোলন বরগুনার সভাপতি হাচানুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ,এ্যাডভোকেট নাজমুল ইসলাম রাসেল, এ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি প্রমূখ।
বিগত দিনেও সুনাম দেবনাথ নানা ধরনের মানব-সেবাধর্মী কাজ করে আলোচনায় এসেছেন। তারই ধারাবাহিকতায় নিজ হাতে আঁকা সাতটি ছবি নিলামে বিক্রি করে যে টাকা পেয়েছেন যা পুরোটাই দান করলেন সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন কেনার জন্য।
এ্যাডভোকেট সঞ্জীব দাস বলেন, সুনাম দেবনাথের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাকে সাধুবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে তাদের পরিবারকে চিনি, তার পরিবার খুবই শিল্পমনা পরিবার। সুনাম দেবনাথের এই শিল্পকর্ম আমাকে মুগ্ধ করেছে। এরই সাথে আমাদের জন্য আমরা সংগঠনের সকলের জন্য শুভেচ্ছা রইল।
এবিষয়ে এ্যাডভোকেট সুনাম দেবনাথ বলেন, আমরা অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আমাদের সবার উচিত নিজ সাধ্যমত এগিয়ে আসা। যদিও আমি কোন প্রশিক্ষণপ্রাপ্ত চিত্রশিল্পী না, অনলাইনে এবং নিজে নিজে এ পর্যন্ত এসেছি। জানিনা আমার আঁকা কেমন হয়ছে, তবুও আমার আঁকা পছন্দ করায় সকলের কাছে কৃতজ্ঞ জানালেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ