ক্রাইম বাংলা ডেস্ক ঃ সুবিধার্থে সম্প্রতি পিচের দৈর্ঘ্য কমিয়ে ২০ গজ করার অদ্ভুত পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। এবার বলের দুই পাশের ভারে পার্থক্য রাখতে বললেন ওয়ার্ন। তাতে ম্যাচের পুরো সময়ই বোলাররা সুইং পাবে বলে মনে করেন তিনি।
করোনাভাইরাস পরবর্তী সময়ে লালা বা ঘামের পরিবর্তে কৃত্রিম বস্তু ব্যবহার করার কথা ভাবছে আইসিসি। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বল নির্মাতা কোম্পানি কোকাবুরা জানিয়েছে, তারা বল উজ্জ্বল রাখার বস্তু তৈরি করছে।
তবে লালার পরিবর্তে বলে কৃত্রিম বস্তু ব্যবহারের পন্থা কতটুকু সুবিধা দিবে, বুঝতে পারছেন না ওয়ার্ন। তার মতে, সব সময় সুইংয়ের জন্য একপাশ ভারী বল তৈরি করলেই সব সমস্যার সমাধান সম্ভব।