রাজনীতি ডেক্স ঃ হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য চতুর্থ দিনে ৩৮টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে গত ৪ দিনে আওয়ামী লীগের মোট ১০৪টি ফরম বিক্রি হয়েছে।বৃহস্পতিবার ঢাকা-৫ আসনে ৩ জন, ঢাকা-১৮ আসনে ১৫ জন, পাবনা-৪ আসনে ৭ জন, নওগাঁ-৬ আসনে ১২ জন ও সিরাজগঞ্জ-১ আসন থেকে ১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া শুরু হয় বলে জানা যায়।