মনির হাওলাদার মহিপুর থানা প্রতিনিধিঃDRC প্রকল্প বাস্তবায়নে কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্দোগে পটুয়াখালীর মহিপুরে সুবিধাভোগী, হতদরিদ্রদের মাঝে হাস বিতরণ করা হয়েছে।২৫ আগষ্ট সকাল ১১ টায় মহিপুর সদর ইউনিয়নের মনোহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে (কোডেক) এনজিও এর ১০০ সদস্যের মাঝে প্রতি জনকে ৫ টি করে পালনের জন্য হাস বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন রানী বেগম ইউপি সদস্য, মহিপুর ইউনিয়ন পরিষদ, সানজিদা সুলতানা সুমি (অফিসার) কোডেক, আফম কামরুল ইসলাম, অর্থ প্রশাসনিক কর্মকর্তা (কোডেক) সহ অন্যতম ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
You cannot copy content of this page