শেখ ফারুক হোসেন :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রয়েছে সুন্দরবন সেখান থেকে ২১ কেজি হরিণের মাংস সহ দুই জন শিকারি কে গ্রেফতার করেছেন কোস্টগার্ড রবিবার ২০ অক্টোবর দুপুরে সুন্দরবনের সাতক্ষীরার কোস্ট গার্ড পশ্চিম জোন শ্যামনগরে জেলিয়া খালি এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে এসময় তাদের কাছ থেকে ২১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বলে জানা গেছে
গ্রেফতারকৃত হলেন শ্যামনগর উপজেলার সদরের মশিউর রহমান শামিম (৪৭) ও লুৎফর রহমান (৬০)।সাতক্ষীরা কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে ২১ কেজি সুন্দরবনের হরিণের মাংস ও একটি মোটরসাইকেল।
সুন্দরবনের পশ্চিমজন সাতক্ষীরা রেঞ্জের ইকবাল হোসেন জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২১ কেজি হরিণের মাংস এ ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে।
You cannot copy content of this page